নয়াদিল্লি: বলিউডে জোর জল্পনা। আগামী ২৩ জুন নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও জাহির ইকবাল (Zaheer Iqbal)। যদিও তাঁদের মুখ থেকে কোনও নিশ্চিত খবর মেলেনি, তবে এরই মধ্যে একটি বিয়ের নিমন্ত্রণ কার্ড (Invitation Card) ভাইরাল হয়েছে। যাতে আরও জোরাল হয়েছে জল্পনা। আর এই আবহে ভারতের তারকা ব়্যাপার হানি সিংহও (Yo Yo Honey Singh) নিজের পোস্টে হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বিয়েতে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
সোনাক্ষীর বিয়ে প্রসঙ্গে কী বললেন হানি?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি স্টোরি পোস্ট করেন তিনি। প্রিয় বন্ধু সোনাক্ষীর জন্য বিশেষ বার্তা দেন। তিনি লেখেন যে আসন্ন 'গ্লোরি'র প্রথম গানের শ্যুটিংয়ের জন্য তিনি লন্ডনে ব্যস্ত থাকবেন, তাও তিনি প্রিয় বন্ধুর বিয়ের জন্য মুম্বইয়ে উপস্থিত থাকবেন।
'বেস্ট ফ্রেন্ড' সোনাক্ষী, উল্লেখ করে হানি সিংহ বলেন যে তাঁর কর্মজীবনে ও ব্যক্তিগত জীবনেও একাধিকবার নানাভাবে সাহায্য করেছেন নায়িকা, থেকেছেন পাশে। এরপরই তিনি 'পাওয়ার কাপল সোনা ও জাহিরের জন্য বিশেষ শুভেচ্ছা' জানান। লেখেন, 'ভোলেনাথ ওঁদের আশীর্বাদ করুন'।
বিপুল হিট 'দেসি কলাকার'-এর পর তাঁদের সম্প্রতি 'কলাস্টার'-এ কাজ করতে দেখা গেছে একসঙ্গে। অন্যদিকে সম্প্রতি বর্ষীয়াণ অভিনেত্রী পুনম ঢিলোঁও নিশ্চিত করেন যে তিনি সোনাক্ষী ও জাহিরের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি, 'সোনাক্ষীর জন্য অঢেল শুভেচ্ছা। খুব সুন্দর আমন্ত্রণ পাঠিয়েছে ও। একদম ছেলেবেলা থেকে ওঁকে চিনি, ওঁর পুরো সফরটা দেখেছি, ঈশ্বর ওঁকে খুব খুশি রাখুন। জাহির, মনে রেখো, খুব আদুরে বাচ্চা মেয়ে, আমাদের সকলের খুব দামী ও।' তাঁদের যে বিয়ের কার্ড ভাইরাল হয়েছে সেটিও গানের পোস্টারের ঢঙে তৈরি। সেখানে অনুষ্ঠানের তারিখ ও সময় হিসেবে উল্লেখ করা হয়েছে ২৩ জুন, রাত ৮টা। তবে এই ব্যাপারে হবু দম্পতি বা তাঁদের বাড়ির লোকজন, কেউই কিছু জানাননি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।