Bank of Baroda Recruitment 2024: ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) চাকরির (Jobs) সুযোগ। ম্যানেজার-সহ (Manegarial Posts) অন্যান্য পদে হতে চলেছে নিয়োগ। যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। এর জন্য তাঁদের ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.in এখানে যেতে হবে। মোট ৬২৭টি শূন্যপদ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ জুলাই। 


কোথায় শূন্যপদ কত, কোন পদের জন্য কতজন আবেদন করতে পারবেন, দেখে নিন বিস্তারিত 



  • ডেপুটি ভাইস প্রেসিডেন্ট- ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার- ৪টি শূন্যপদ 

  • অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট- ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার- ৯টি শূন্যপদ 

  • আর্কিটেক্ট- ৮টি শূন্যপদ 

  • জোনাল সেলস ম্যানেজার- ৩টি শূন্যপদ 

  • অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট- ২০টি শূন্যপদ 

  • সিনিয়র ম্যানেজার- ২২টি শূন্যপদ 

  • ম্যানেজার- ১১টি শূন্যপদ 

  • র‍্যাডিয়েন্স প্রাইভেট সেলস হেড- ১টি শূন্যপদ 

  • গ্রুপ হেড- ৪টি শূন্যপদ 

  • টেরিটোরি হেড- ৮টি শূন্যপদ 

  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- ২৩৪টি শূন্যপদ 

  • ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার- ২৬টি শূন্যপদ 

  • প্রাইভেট ব্যাঙ্কার- র‍্যাডিয়েন্স প্রাইভেট- ১২টি শূন্যপদ 

  • গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেলস হেড)- ১টি শূন্যপদ 

  • ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট (ইনভেস্টমেন্ট এবং ইনস্যুরেন্স)/প্রোডাক্ট হেড- ১০টি শূন্যপদ 

  • পোর্টফোলিও রিসার্চ অ্যানালিস্ট- ১টি শূন্যপদ 

  • এভিপি- অ্যাকুইজিশন এবং রিলেশনশিপ ম্যানেজার- ১৯টি শূন্যপদ 

  • ফোরেক্স অ্যাকুইজিশিন এবং রিলেশনশিপ ম্যানেজার- ১৫টি শূন্যপদ 

  • ক্রেডিট অ্যানালিস্ট- ৮০টি শূন্যপদ 

  • রিলেশনশিপ ম্যানেজার- ৬৬টি শূন্যপদ 

  • সিনিয়র ম্যানেজার- বিজনেস ফিন্যান্স- ৪টি শূন্যপদ 

  • চিফ ম্যানেজার- ইন্টারনাল কন্ট্রোলস- ৩টি শূন্যপদ 


অ্যাপ্লিকেশন ফি, কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে জেনে নিন 


জেনারেল, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের জন্য ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ ধার্য করা হয়েছে যা নন-রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। এর সঙ্গে আবার দিতে হবে জিএসটি এবং ট্রানজাকশন চার্জ। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের জন্য শুধুমাত্র ১০০ টাকা ইন্টিমেশন চার্জ ধার্য করা হয়েছে। এর সঙ্গে জিএসটি এবং ট্রানজাকশন চার্জ দিতে হবে। পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও। 


আরও পড়ুন- কেউ লিখে দেন ব্ল্যাঙ্ক চেক, মাথাপিছু ৬৬ লক্ষও! NEET দুর্নীতি ধামাচাপা দেওয়ায় অভিযুক্ত কেন্দ্র 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI