পাগল প্রেম! প্রতিদিন সোনালকে কয়েক হাজার গোলাপ পাঠান তাঁর গোপন প্রেমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2016 10:17 AM (IST)
মুম্বই: অভিনেত্রী সোনাল চৌহান বলতে এক নিমেষে লোকের সামনে ভেসে আসে বলিউডি ছবি ‘জন্নত’-এর নায়িকা, ইমরান হাসমির প্রেম সোনালের কথা। কিন্তু সম্প্রতি তাঁর সঙ্গে এক আজব ঘটনা ঘটছে। বাস্তব জীবনে তাঁর এক গোপন প্রেমিক প্রতিদিন তাঁকে প্রায় হাজার খানেক করে গোলাপ পাঠাচ্ছেন। এখন এমনই অবস্থা যে নায়িকার ভার্সোনার বাড়ির শোওয়ার ঘরে প্রায় হাজার আটেক গোলাপ শোভা পাচ্ছে। বলিউডে সোনালের ছবি তেমন না চললে কি হয়েছে, তাঁর রূপে কিন্তু কার্যত মন্ত্রমুগ্ধ তাঁর সেই অচেনা প্রেমিক।