মুম্বই: অভিনেতা অভিনেত্রীদের নিখুঁত শরীর আর মেকআপ করা মুখের আড়ালের জীবন প্রায়ই অচেনা থেকে যায় আমাদের। মানুষ বিশ্বাস করতে ভালবাসেন, তারকাদের জীবনে কোনও যন্ত্রণা নেই, সাধারণ দুঃখ কষ্ট তাঁদের কখনও ছুঁতে পারে না।


এই ধারণা যে কত মিথ্যে, তা বুঝিয়ে দিলেন সোনম কপূর। এক সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে তিনি ভাগ করে নিয়েছেন ছোটবেলায় শ্লীলতাহানির অভিজ্ঞতা। সোনম বলেছেন, বন্ধুদের সঙ্গে রবীনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের একটি ছবি দেখতে গিয়েছিলেন তিনি। তখন তাঁদের বয়স ১৪-র বেশি নয়। সিনেমা হলের বাইরে সিঙাড়া খেয়ে হলে ঢুকছিলেন সকলে। সবথেকে লম্বা হওয়ায় তিনি ছিলেন সবার পিছনে। এমন সময় পিছন থেকে একজন সোজা এসে তাঁর স্তনে হাত দেয়। কী হচ্ছে বুঝতে না পেরে ভয়ে কাঁপতে থাকেন তিনি। কাঁদতে কাঁদতেই ভেতরে এসে বসে সিনেমা দেখেন। মনে হচ্ছিল, নিজেই কোনও ভুল করে ফেলেছেন। এ ব্যাপারে টানা দু’বছর কাউকে কিচ্ছু বলেননি বলে সোনম জানিয়েছেন।

বড় হওয়ার পর সোনম বুঝতে পারেন, গোটা ঘটনায় তাঁর কোনও দোষ ছিল না। তাই আর সে ব্যাপারে মুখ খুলতে তাঁর কোনও সঙ্কোচ নেই।