মুম্বই: মুক্তোরঙা গাউন ছুঁয়েছে মাটি। খোলা কাঁধ থেকে যেন পিছলে পড়ছে আলো। ঢেউ খেলানো লম্বা পিঠ ছাপিয়ে গিয়েছে। কানে একটি দুল কেবল। তিনি বলিউডের ফ্যাশন ডিভা। তাঁর পোশাকের সংগ্রহ ঈর্ষণীয় অনেক নায়িকার কাছেই। আর ফের একবার তাক লাগালেন সোনম কপূর (Sonam Kapoor)। শেয়ার করে নিলেন ঐতিহাসিক এক অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার ছবি।
উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের (King Charles) রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। রাজা চার্লসের অভিষেকের অনুষ্ঠানে কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে দিয়েছিলেন অভিনেত্রী। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনিল কপূরের কন্যা। তবে অনুষ্ঠানের ছবি নয়, কেবলমাত্র নিজের চোখ ধাঁধানো, অভিজাত সাজের ছবিই শেয়ার করে নিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তিনি এই ছবি শেয়ার করে লিখেছেন, 'ঐতিহাসিক মুহূর্ত ফ্যাশনের মুহূর্তও বটে। কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে পেরে আমি ধন্য। দুই দেশের ফ্যাশান বিশেষজ্ঞরা সাজিয়ে তুলেছেন আমায়। এই মিলনে আমি আপ্লুত। আর এঁদের মধ্যে একজন তো সেই দেশের মানুষ, যে দেশকে আমি নিজের বলি।'
সোনমের এই মুক্তোরঙা পোশাক বানিয়েছেন পোশাকশিল্পী অনামিকা খন্না ও পোশাকশিল্পী এমিলিয়া উইকস্টেড। ১৭ ও ১৮ শতকের শিল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে সোনমের পোশাক। অনামিকা আদপে কলকাতার শিল্পী। তারই হাতের ছোঁয়া সেজে উঠেছেন বলিউডের ফ্যাশানিস্তা। সোনমের পোশাকে সুক্ষ কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, লতা-পাতা ও পাখির ছবি।
এই প্রথম ইংল্যান্ডের এত বড় অনুষ্ঠান চাক্ষুষ করার সুযোগ পেয়েছে সোনম। শিল্পের প্রতি রাজা চার্লসের যে শ্রদ্ধা ও ভালবাসা, সেটা মাথায় রেখেই আয়োজন করা হয়েছে এই কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারের। এখানে আমন্ত্রিত ছিলেন তাবড় তাবড় হলিউড শিল্পীরা। আর তাঁদের সঙ্গেই এক মঞ্চে দেখা গেল সোনমকে। আভিজাত্যে, সৌন্দর্য্যে পিছিয়ে ছিলেন না তিনিও। দুই দেশের মেলবন্ধনে তৈরি সোনমের এই পোশাক এখন বিশেষভাবে চর্চার কেন্দ্রে।
আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!