নয়াদিল্লি: 'নীরজা' সিনেমায় অভিনয়ের জন্য সদ্যই জাতীয় পুরস্কার পেয়েছেন সোনম কাপূর। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সিনেজগত। এরইমধ্যে আনন্দ আহুজার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, দিল্লির ব্যবসায়ী আনন্দই অনিল-কাপূর কন্যার বয়ফ্রেন্ড। আনন্দের সঙ্গে সোনমকে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যাচ্ছে। সোনমের পরিবারের সঙ্গেও তার দারুন সম্পর্ক। সম্প্রতি জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানেও সোনমের পাশেই দেখা গিয়েছিল আনন্দকে। সোনম যখন পুরস্কার গ্রহণ করেন, তখন দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছিল তাঁকে।


জল্পনা চলছে যে, খুব শীঘ্রই বাগদান হতে পারে সোনম ও আনন্দের। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুজনের বাগদানের কথা শীঘ্রই ঘোষণা করা হতে পারে। তা চলতি বছরের মধ্যেই হতে পারে।
যদিও সোনম বা আনন্দ, দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সোনম বর্তমানে অক্ষয় কুমারের বিপরীতে আর বল্কির ‘পদমান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।