বিয়ে সম্পন্ন সোনাম-আনন্দের, আসরে সবচেয়ে বেশি নজর কাড়লেন কে, কোন তারকা কেমন সাজলেন দেখুন
রণবীর সিংহ
রানি মুখোপাধ্যায়
জ্যাকলিন ফার্নান্ডেজ
দীপিকা আসতে না পারলেও এসেছেন রণবীর সিংহ। তাঁকে আপ্যায়ন করছেন অর্জুন কপূর
পাত্রীর বাবা অভিনেতা অনিল কপূর
বিয়ের আসরে উপস্থিত আমির-কিরন
পঞ্জাবি রীতি মেনে বিয়ে সম্পন্ন সোনাম কপূর-আনন্দ আহুজার।
সোনামের সমস্ত ভাইয়েরা
অনিল কপূরের ভাই সঞ্জয় কপূর এবং তাঁর মেয়ে সানায়া
উপস্থিত কর্ণ জোহর, রানি মুখোপাধ্যায়, করিনা কপূর, সেফ আলি খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, তৈমুর, করিশ্মা সহ অন্যান্যরা।
সাত পাক ঘুরে সোনামকে মঙ্গলসূত্র পরিয়ে দিলেন আনন্দ।
আসরের পথে
সাত পাক ঘুরে সোনামকে মঙ্গলসূত্র পরিয়ে দিলেন আনন্দ।
বিয়েতে হাজির প্রায় গোটা বলিউড।
বিয়ের আসর
দেখুন পতৌদির নবাব-বেগমের সাজ
তৈমুরের সঙ্গে এসেছিলেন মাসি করিশ্মাও
সোনামের বিয়েতে উপস্থিত করিনা-সেফ-তৈমুর
তবে বিয়ের আসরে সবচেয়ে নজর কাড়লেন খুদে অতিথি তৈমুর
সেখানেই উপস্থিত ছিলেন বলিউডের সমস্ত তারকা-মহাতারকারা
ঐতিহ্য মেনে সোনামের মাসির বাড়িতে বিয়ে সম্পন্ন হল।
বিয়েতে অনুরাধা বাকিলের ডিজাইন করা লাল এবং সোনালি কাজের লহেঙ্গা পরেছিলেন সোনাম
পাত্র আনন্দ