মুম্বই: গোটা ২০১৭ সালটাই বিরুষ্কা কবে সাত পাকে বাঁধা পড়ছেন, সেই নিয়ে ছিল চূড়ান্ত জল্পনা। আচমকা এই দোলাচলের মাঝেই হঠাত তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর ফের মিলন, এবং তারপর ২০১৭ সালের ডিসেম্বরের ১১ তারিখ একসূত্রে বাধা পড়েন বিরুষ্কা। তাঁদের বিয়ে, মধুচন্দ্রিমা, রিসেপশন নিয়ে আমজনতার জল্পনারও অন্ত ছিল না। তবে এবার তা অতীত হতে চলেছে। খুব শীঘ্রই হয়তো বিয়ের বন্ধনে বাঁধা পড়ছেন বলিউডের আরও এক জুটি। তিনি হলেন সোনাম কপূর এবং তাঁর প্রেমিক আনন্দ আহুজা।
যদিও সোনাম কখনও তাঁর সঙ্গে আনন্দের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, কিন্তু তাঁদের বিভিন্ন সময় একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। তা থেকেই তাঁদের বিয়ের জল্পনা আরও জোরদার হয়েছে।
তবে সাম্প্রতিক এক সূত্রের তরফে দাবি করা হয়েছে, এই জুটি নিজেদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। জোধপুরে এপ্রিলে বিয়ে করছেন তাঁরা। বিয়েতে তিনশো লোক উপস্থিত থাকার কথা।
এই জুটি নতুন বছরকে অভ্যর্থনা জানিয়েছে প্যারিসে সম্মলিত ভাবে। ইন্টারনেটে তাঁদের সমস্ত ছবি, ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে।
বিরুষ্কার পর এবার বিয়ে করতে চলেছেন এই বলি ডিভা, জোধপুরে আসন্ন এপ্রিলে বিয়ে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2018 03:22 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -