ছবিতে দেখুন: সোনম কপূর ও আনন্দ আহুজার রিসেপশনের ঝলক...
উপস্থিত ছিলেন অমর সিংহ। স্ত্রীর সঙ্গে পৌঁছন জ্যাকি শ্রফ।
মাকে নিয়ে পৌঁছন কর্ণ জোহর, একাই আসেন রানী মুখোপাধ্যায়।
উপস্থিত ছিলেন কঙ্গনা রানাউত, পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
সপরিবার উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা।
অতিথিদের আপ্যায়ন করেন অনিল কপূর ও সঞ্জয় কপূর।
ছবি এএনআই।
উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, কর্ণ জোহর, জ্যাকলিন ফার্নান্ডেজ, রানী মুখোপাধ্যায়, স্বরা ভাস্কর, করিনা কপূর খান, সেফ আলি খান, করিশ্মা কপূর, মাসাবা গুপ্তা এবং পর্নিয়া কুরেশি। ছবি এএনআই।
এই খুশির সময়ে পরিবারের অন্য সদস্যরা-- বনি কপূর, সঞ্জয় কপূর এবং মহীপ কপূর উপস্থিত ছিলেন।
এই বিশেষ দিনে অন্য ভাই-বোনেদের মধ্যে জাহ্নবী, খুশি, অংশুলা, সানায়া এবং অর্জুন কপূরকে পারম্পরিক পোশাকে দেখা গিয়েছে। ছবি মানব মঙ্গলানী।
সোনমের বাবা তথা অভিনেতা অনিল কপূর এবং অভিনেত্রীর ভাই হর্ষবর্ধনকেও দারুন সুন্দর দেখাচ্ছিল শেরওয়ানিতে। ছবি মানব মঙ্গলানী।
শোনা যাচ্ছে, আনন্দের বিয়ের শেরওয়ানি তৈরি করেছেন রাঘবেন্দ্র রাঠোর। সেই শেরওয়ানি বেইজ ও ক্রীম রঙের মিশ্রণ ছিল। ছবি মানব মঙ্গলানী।
নবদম্পতিকে রিসেপশনে বেশ সুন্দর দেখাচ্ছিল। ছবি মানব মঙ্গলানী।
সোনমের পরনে ছিল সাদা রঙের লহেঙ্গা। আনন্দের পরনে কালো রঙের শেরওয়ানি। ছবি মানব মঙ্গলানী।
সকালে বিয়ের পর সন্ধ্যায় মুম্বইয়ের লীলা প্যালেস হোটেলে রিসেপশন দিলেন সোনম কপূর আহুজা ও আনন্দ আহুজা। ছবি মানব মঙ্গলানী।