কলকাতা: জীবনে ছেলে আসার পরে, নতুন করে, নতুন কাজের শ্যুটিং শুরু করতে চলেছেন অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। এর আগে যদিও একাধিক বিপণী সংস্থার সঙ্গে কাজ করছিলেন তিনি, বজায় রাখছিলেন পাবলিক অ্যাপিয়ারেন্সও। কিন্তু ছেলে হওয়ার পরে এই প্রথম অভিনয়ে ফিরছেন সোনম কপূর। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ব্লাইন্ড (Blind) ছবিটিতে। তবে এই ছবিটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। সিনেমাটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। ছেলে হওয়ার পরে এটাই প্রথম কাজ হবে সোনমের। 


আগামী বছরের শুরুর দিকে নতুন প্রোজেক্টের কাজ শুরু করবেন সোনম। তাঁর পর্দায় ফেরার খবরে সিলমোহর দিয়েছেন তিনি নিজেই। বলেছেন, 'মা হওয়ার পরে ক্যামেরার সামনে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। অভিনয়েই আমার সবচেয়ে প্রিয় কাজ আর একজন অভিনেতা হিসেবে বিভিন্ন মানুষের জীবনকে বেঁচে নেওয়ার যে পদ্ধতি তা আমি ভীষণ উপভোগ করি। মানুষের চরিত্র আমায় আকৃষ্ট করে। আমি বিভিন্ন রকমের চরিত্রই ক্যামেরায় ফুটিয়ে তুলতে চাই। আমি আমার আগামী কাজটার জন্য ভীষণভাবে অপেক্ষা করছি।'


সোনম আরও বলেছেন, 'আগামী বছরের শুরু থেকেই আমি আবার সেটে ফিরব। ছবির বিভিন্ন বিষয় এখনও স্থির হয়নি তাই আমি এর থেকে বেশি ছবি সম্পর্কে আর কোনও তথ্যই দিতে পারছি না। কেবল এটুকুই বলতে পারি, এটা একটা খুব বড় কাজ। আগামীদিনে সব ঠিকঠাক হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে এই কাজটি নিয়ে জানানো হবে। আশা করি সেই সময়ে আমি আরও কথা বলতে পারব।'


তবে ছবি থেকে দূরে থাকলেও, কাজের বাইরে নেই সোনম। তাঁর একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট রয়েছে। নিজের ব্যবসাও রয়েছে। পাশাপাশি ছেলে বায়ুর সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সোনম হামেশাই শেয়ার করে নেন আনন্দ আহুজা আর বায়ুর সঙ্গে বাড়িতে কাটানো মিষ্টি সব মুহূর্তের ছবি।


 






আরও পড়ুন: Saregamapa: প্রতিযোগীকে অসম্মান করার অভিযোগ অন্তরা মিত্রের বিরুদ্ধে, চূড়ান্ত বিরূপ প্রতিক্রিয়া নেটপাড়ায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।