২ বছরের বিবাহবার্ষিকী! আনন্দের সঙ্গে তোলা প্রথম ছবি পোস্ট করলেন সোনম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2020 06:08 PM (IST)
৮ মে ২০১৮, এই দিনেই সাতপাকে বাঁধা পড়েন অনিল কপূর কন্যা সোনম কপূর। পাত্র আনন্দ আহুজা। আজ তাঁদের দাম্পত্য জীবন পার করল ২ বছর। স্বামী আনন্দের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় মনের কথা লিখলেন সোনম, পোস্ট করলেন ছবিও।
উচ্ছ্বসিত আনন্দ আরও কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
মুম্বই: ৮ মে ২০১৮, এই দিনেই সাতপাকে বাঁধা পড়েন অনিল কপূর কন্যা সোনম কপূর। পাত্র আনন্দ আহুজা। আজ তাঁদের দাম্পত্য জীবন পার করল ২ বছর। স্বামী আনন্দের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় মনের কথা লিখলেন সোনম, পোস্ট করলেন ছবিও। আজ ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করে সোনম লেখেন, 'এটি আমাদের প্রথম একসঙ্গে ছবি। ৪ বছর আগে আমি আজকের দিনে এমন একজন মানুষের সঙ্গে আলাপ করেছিলাম যে খুব কঠিন যোগাসন করতে পারে আর ব্যবসা নিয়ে অনর্গল কথা বলে যেতে পারে। আমার তাঁকে দেখে ভীষণ ভালো লাগে। এখনও প্রথম দেখার মতোই তাঁকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এতদিন ধরে আমার পাশে থাকার জন্য আর সব বিষয়ে আমায় সাহায্য করার জন্য ধন্যবাদ আনন্দ। আমি তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার জীবনের সেরা উপহার।' নিজেদের পুরো পরিবারের সঙ্গে বিয়ের একটি ছবিও পোস্ট করেন সোনম কপূর। বিবাহবার্ষিকীর আগেই সোনমকে আনন্দ উপহার দিয়েছিলেন তাঁর প্রিয় ভিডিও গেম। সেই গেম পেয়ে খুশি হয়েছিলেন সোনম। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন সেই ছবিও।