মুম্বই: যাকে বলে রীতিমত গন্ধবিচার!
এক সাক্ষাৎকারে সোনম কপূর জানিয়েছেন, পারফিউমের গন্ধ দিয়ে মানুষ কেমন তা বোঝেন তিনি। শোয়ের হোস্টও তা শুনে অবাক!
ওই সাক্ষাৎকারে আরও নানা কথা বলেছেন সোনম। প্রথম চুমু থেকে সেন্সরশিপে বিশ্বাস না রাখা- আলোচনায় নানা বিষয় উঠে এসেছে। কী ধরনের পুরুষ পছন্দ করেন, অভিনেতাদের ডেট করা নিয়ে চিন্তাভাবনা- সব ব্যাপারে মতামত দিয়েছেন তিনি।
অদ্ভূত মোলায়েম কণ্ঠস্বরের অধিকারিণী সোনম জানিয়েছেন, কোনও ব্যাপারে আফশোস নেই তাঁর। তাঁকে বলা হয়, টিনসেল টাউনের গসিপ কুইন। বলটি সপাটে খেলে অনিল কপূর কন্যা বলেছেন, গসিপ করার হলে তা বন্ধুর সঙ্গে নিজের বেডরুমে করব। অন্য কারও চেয়ারে বসে টিভিতে হাজার চোখের সামনে নয়।
গা শুঁকে যায় চেনা! পারফিউম দিয়ে মানুষ বিচার করেন সোনম কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2017 11:41 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -