মুম্বই: ভাই হর্ষবর্ধনের জন্মদিনে দিদি সোনম কপূর পোস্ট করলেন তাঁদের ছোটবেলার একটি ছবি। ৩২ বছরের নায়িকা ইনস্টাগ্রামে তাঁর ৬ বছরের ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন, লিখেছেন, যত বড়ই তুমি হয়ে যাও, বরাবর আমার ছোট্ট ভাইই থাকবে। [embed]https://www.instagram.com/p/BbRG22wFt5U/?taken-by=sonamkapoor[/embed] এরপর দুই ভাইবোনের এখনকার একটি ছবি পোস্ট করেছেন সোনম। [embed]https://www.instagram.com/p/BbRHLOCF1ZI/?taken-by=sonamkapoor[/embed] তারপর শুধু হর্ষবর্ধনের একটি ছবি। [embed]https://www.instagram.com/p/BbRHT5xl5Q_/?taken-by=sonamkapoor[/embed] দিদির পদাঙ্ক অনুসরণ করে বলিউডে এসেছেন হর্ষও। তাঁর মির্জা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, এখন চলছে ভবেশ জোশীর কাজ।