ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পদ থেকে চন্ডিকা হাতুরুসিঙ্ঘে ইস্তফা দিয়েছেন। এমনটাই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ দলে ভবিষ্যতে তিনি থাকবেন কিনা, তা সম্পূর্ণ অনিশ্চিত। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও এই খবর সম্পর্কে বিসিবি বা হাতুরুসিঙ্ঘের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
জানা গেছে, শ্রীলঙ্কা তাদের দলের হেড কোচ হিসেবে নিয়োগ করতে আগ্রহী হাতুরুসিঙ্ঘেকে। এ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের।
৪৯ বছরের হাতুরুসিঙ্ঘের কোচিংয়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে। কিন্তু তিনি তাঁর বর্তমান ভূমিকায় খুব একটা খুশি নন।
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবি-র সঙ্গে চুক্তি রয়েছে হাতুরুসিঙ্ঘের। গত বছরের অক্টোবরেও তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি বুঝিয়ে সুঝিয়ে তাঁকে কোচ থাকতে রাজি করে।
উল্লেখ্য, তাঁর কোচিংয়েই বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠেছিল বাংলাদেশ।
বাংলাদেশের হেড কোচের পদ ছাড়ছেন হাতুরুসিঙ্ঘে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 12:35 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -