মুম্বই: সুশান্তের মৃত্যুর পর থেকে নেটিজেনদের একাংশেরর নিশানায় বারবার ইন্ডাস্ট্রির তারকা-সন্তানরা। নেপোটিজম-বিতর্কে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। বলিউডের কয়েকটি শিবিরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন একদল। সাধারণ মানুষের মতো সিনেদুনিয়ারও কারও কারও দাবি, বহিরাগত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অনেক সহজে কাজ পেয়ে যান তারকাসন্তানরা, যোগ্যতা কম থাকলেও। এই সুরে গলা মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু অভিনেতা-অভিনেত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আপত্তিকর ভাষায় সরাসরি তাঁদের কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যও করেন কেউ কেউ। তাতেই নাকি পর্যুদস্ত সোনাক্ষী সিনহা বা সোনম কপূরের মতো নায়িকারা!
শত্রুঘ্ন কন্যা তো হয়রান হয়ে ট্যুইটারে কমেন্ট বক্সে মন্তব্য করার রাস্তাই বন্ধ করে দেন। বলেন, তাঁর বাবা-মায়ের বয়স হয়েছে। যা তাঁরা করেননি, তার জন্য তাঁদের কেন কথা শুনতে হবে? একজন নামী তারকার মেয়ে হওয়ার সৌজন্যে অনেক সহজে জায়গা পেয়েছেন সোনাক্ষক্ষীরা, এমনই অভিযোগ নেটিজেনদের। ঝোড়ো আক্রমণ সামলাতে না পেরে তাই সোনাক্ষী পোস্টে কমেন্ট করার অপশনই বন্ধ করে দেন।
সোনম অবশ্য সেই রাস্তায় না হেঁটে পাল্টা আক্রমণ করেছেন নেটিজেনদের। কিছুটা দার্শনিক সুরে সোনমের বক্তব্য, যে যার কর্মফল ভোগ করে। কেউ বাবা-মা হিসেবে কাকে পাবেন, কীভাবে বড় হবেন, কোথায় প্রতিষ্ঠা পাবেন, সবটাই ঠিক করে তাঁর কর্মফল।


রবিবার পিতৃদিবসে একটি পোস্টে সোনম লেখেন, তিনি আজ যে জায়গায় দাঁড়িয়ে, তা বাবা অনিল কপূরের জন্যই।
সোনম লেখেন, ''আমি সৌভাগ্যবতী। সেটা অপমান বলে মনেই করিনা। আমার বাবা সারাজীবন প্রচুর খেটেছেন, আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য। আমার কর্মফলে আমি এই পরিবারে জন্মেছি। আমি তার জন্য গর্বিত। ''
সোশ্যাল মিডিয়ায় করণ জোহরের শো-এ সোনমের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। যেখানে সোনমকে বলতে শোনা গেছে, কে সুশান্ত?


এই ব্যাপারে সোনমের দাবি, এই শো অনেক পুরনো। তখন সুশান্ত একটিই ছবি করেছেন। এতবছরে তো সুশান্তও সোনমকে নিয়ে একটি কথাও বলেননি!
সুশান্ত-ভক্তদের বিরুদ্ধে সোনমের তোপ, তাঁর বিরুদ্ধে তো আরও কত 'আপত্তিকর কথা' বিভিন্ন লোক বিভিন্ন শো-এ বলে থাকেন, তাতে কি তিনি ভেঙে পড়েন? মোটেই নয়!