মুম্বই: দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পেরিয়েছে। সব থেকে বেশি পর্যুদস্ত মহারাষ্ট্র। রাজ্যে সংক্রমিতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এরই মধ্যে মহারাষ্ট্রের মানুষ, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি রাজ্যের এক আবাসন প্রকল্পের নির্মাতা নতুন তৈরি একটি ১৯ তলা বাড়ি বৃহন্মুম্বই পুরসভার হাতে তুলে দিলেন কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য।


শিজি শারন ডেভেলপারস সংস্থার পক্ষ থেকে মেহুল সাংভি জানিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় এই উদ্যোগ নিয়েছেন। ওই আবাসনে যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাঁদের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত। ১৯ তলা এই বাড়িটিতে মোট ১৩০ টি ফ্ল্যাট। একেবারে হস্তান্তরের জন্য প্রস্তুত ছিল এই ফ্ল্যাটগুলি। সরকারের অনুমতিও ছিল হাতে। তবুও তাঁরা আপাতত করোনা আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখার জন্য ফ্ল্যাটগুলি তুলে দিয়েছেন বিএমসির হাতে।


আপাতত প্রতি ফ্ল্যাটে ৪ জন করে রোগী আছেন। মোট ৩০০ জন রোগীকে আপাতত সেখানে রাখা হয়েছে বলে খবর। মুম্বই উত্তরের বিধায়ক জানান, তিনিই উদ্যোগ নিয়ে আবাসন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তারা যে নিজেদের ব্যবসায়িক স্বার্থ সরিয়ে রেখে এইভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ। এ রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৮৪ জনের। মোট আক্রান্ত ১ লক্ষ ২৮ হাজার ২০৫। রাজধানী দিল্লিতে মৃত বেড়ে ২ হাজার ১১২। আক্রান্ত ৫৬ হাজার ৭৪৬। গুজরাতে মৃত ১ হাজার ৬৩৮। আক্রান্ত ২৬ হাজার ৬৮০। তামিলনাড়ুতে মৃত ৭০৪। আক্রান্ত ৫৬ হাজার ৮৪৫। উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ৫০৭। আক্রান্ত ১৬ হাজার ৫৯৪।