মুম্বই:  তারকাদের অন্য সাধারণ মানুষের মতো মতপ্রকাশের স্বাধীনতা আছে। সেই মত কারও ভাল লাগতেও পারে, কারও ভাল নাও লাগতে পারে। কিন্তু অপছন্দ হলেই কোনও তারকাকে অনলাইনে ট্রোল করার যে নয়া ট্রেন্ড চালু হয়েছে, সেটা মোটেই উচিত্ নয়। কোনও গণতান্ত্রিক রাষ্ট্রে এটা মোটেই গ্রহণযোগ্য নয়, মত অভিনেত্রী সোনাম কপূরের।

নিজের ভক্তদের কাছে সোনামের আর্জি, কাউকে ব্যক্তিভাবে ট্রোল করার স্বভাবটা এবার ত্যাগ করুন। কারও ঘনিষ্ঠও হতে হবে না, কাউকে ঘৃণাও করতে হবে না।

সোনাম সম্প্রতি ‘নীরজা’ ছবিতে তাঁর অভিনয়ের জন্যে জাতীয় পুরস্কার পেয়েছেন। একাধিকবার তাঁকে বিভিন্ন ঘটনার জন্যে টুইটারে ট্রোলডও হতে হয়েছে। সম্প্রতি এক দৈনিকে ‘লেটস টক অ্যাবাউট ট্রোলস’ বলে একটি আর্টিকেল লেখেন তিনি। সেই জন্যেও সোনামকে ট্রোলড হতে হয়।

এমনকি দিন কয়েক আগে সোনাম তাঁর টুইটারে লেখেন, জাতীয় সঙ্গীত শুনলাম, শৈশবের কথা মনে পড়ে গেল, তারপর তিনি কয়েকটি লাইন লেখেন....’হিন্দু, মুসলিম, শিখ, ইসাই’। এরপরই তাঁকে দেশদ্রোহীর তকমা দেন নেটিজেনরা। কেউ আবার ঠুকে লেখেন, ‘জানতাম না সোনাম যখন ছোট ছিলেন তখন আমাদের জাতীয় সঙ্গীত আপডেট হয়ে গেছে’। আর একজন লেখেন, ‘আসলে সোনাম একজায়গা দিয়ে যাচ্ছিলেন। সেখানে হিন্দু, মুসলিম, শিখ….. গানটি বাজছিল। অভিনেত্রী সেটাকেই জাতীয় সঙ্গীত ভেবে ফেলেছেন’। এই রকম সামান্য কিছু ভুল বা অপছন্দের লেখা লিখলেই ভক্তদের তোপের মুখে পড়তে হয় তারকাদের। সেটা সত্যিই বেদনাদায়ক, মন্তব্য অভিনেত্রীর।