নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর আজ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। দলে কোনও চমক নেই। প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন চোট সারিয়ে ফিট হয়ে ওঠা রোহিত শর্মা ও মহম্মদ সামি। চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো মণীশ পাণ্ডেও দলে আছেন। অভিজ্ঞ যুবরাজ সিংহও দলে আছেন। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর বা অভিজ্ঞ বাঁ হাতি পেসার আশিস নেহরা সুযোগ পাননি।
গোটা দল- বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ, কেদার যাদব, শিখর ধবন, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, মণীশ পাণ্ডে ও যশপ্রীত বুমরাহ। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ঋষভ পন্থ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, সুরেশ রায়না ও দীনেশ কার্তিককে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১ জুন থেকে। ৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের সিরিজে খেলেছিল ভারত। সেই সিরিজে জয় পেয়েছিল বিরাটের দল। নির্বাচকদের আশা, ইংল্যান্ডেও ভারতীয় দলের সেই ফর্ম বজায় থাকবে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল ঘোষিত, চোট সারিয়ে ফিরলেন রোহিত, সামি
Web Desk, ABP Ananda
Updated at:
08 May 2017 12:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -