কলকাতা: তিনি ফ্যাশানিস্তা.. সবসময়েই তিনি হাঁটেন সবার থেকে আলাদা পথে। তাঁর ফ্যাশান স্টেটমেন্ট সবসময়েই সবার থেকে আলাদা। তবে এবার, এমন কী করলেন সোনম কপূর (Sonam Kapoor) যা কার্যত চমকে দিল সবাইকে? আজ সোশ্যাল মিডিয়ায় সোনম কপূরের লুক প্রকাশ্যে আসতেই ভাইরাল। এমন কী রয়েছে সেই লুকে? 


সোনম কপূর আজ একটি কমলা পোশাক পরেছিলেন। সোনম একটি খাদির লেহঙ্গা পরেছেন, কমলা রঙের। লাল বা গোলাপি নয়.. তাঁর লেহঙ্গার রঙেই রয়েছে চমক। সোনম কপূর যে লম্বা ব্লাউজটি পরেছেন, বিশেষত্ব লুকিয়ে সেখানেই। সোনমের ব্লাউজটি কোনও কাপড় দিয়ে নয়, তৈরি করা হয়েছে কর্ণাটকের লাল মাটি ও মুলতানি মাটি দিয়ে। সাবেক আর আধুনিকত্বের যেন মেলবন্ধন ঘটেছে তাঁর এই পোশাকে। পোশাকের সঙ্গে মিলিয়ে একটি ওড়না নিয়েছেন সোনম, দুই কাঁধের ওপর আলগা করে ফেলে রেখেছেন সেই ওড়নাটাকে।  সোনম নিজের চুল খোলা রেখেছেন। গলায় পান্নার হার পরেছেন তিনি। কমলার সঙ্গে সবুজের কম্বিনেশনে সোনমের লুক অপূর্ব দেখাচ্ছে। সোনমের লেহঙ্গা সলিড রঙের, তাতে রয়েছে সোনালী বর্ডার। সোনমের ওড়নাতেও রয়েছে মিলিয়ে সোনালি বর্ডার।


সোনম কেরিয়ার শুরু করেছিলেন 'ব্ল্যাক'-এর সেট থেকে। তবে নায়িকা নয়, সহকারী হিসেবে। তাঁর প্রথম ছবি 'সাঁওয়ারিয়া'। কিন্তু অনেকেই জানেন না, এই ছবিতে সোনম কপূর নন, সাকিনার চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে 'সাঁওয়ারিয়া'-র সঙ্গেই মুক্তি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি 'ওম শান্তি ওম'। প্রথমে এই চরিত্রের জন্য দীপিকার কথা ভাবলেও, পরে সঞ্জয় লীলা ভনসালী ভাবেন, অভিজ্ঞ নয়, একেবারে নতুন নায়িকার সঙ্গেই জুটি হিসেবে পর্দায় আনবেন রণবীর কপূরকে। দীপিকা ইতিমধ্যেই একটি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) নায়িকা হিসেবে। আর তাই, রণবীরের সঙ্গে জুটি হিসেবে তিনি নিয়ে আসেন আরেক নতুন মুখ, সোনম কপূরকে।


তবে চেষ্টা সফল হয়নি রণবীরের। অসফল হয় সাঁওয়ারিয়া-র মতো বিগ বাজেট ছবিও। শোনা যায়, শ্যুটিংয়ের মধ্যেই হঠাৎ একটি আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন বনশালি। ফলে সেই সময়ে স্থগিত রাখতে চেয়েছিলেন সাঁওয়ারিয়া-র শ্যুটিং। তখন তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন, তাঁর বোন ও ঋষি কপূর। তাঁদের সাহায্যেই শ্যুটিং শেষ করে ছবিটা মুক্তি পায়।


 






আরও পড়ুন: Kareena Kapoor: মাত্র ৪টে ছবিতে অভিনয় করার পরেই বলিউড থেকে অবসর নিতে চেয়েছিলেন করিনা কপূর!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।