মুম্বই: পোশাক নিয়ে সবথেকে বেশি পরীক্ষা করার সাহস ধরেন সোনম কপূর, সবধরনের পোশাকে দুর্দান্ত মানিয়েও যায় তাঁকে। আর আধুনিক ভারতীয় মহিলা বলতে এক কথায় বোঝায় প্রিয়ঙ্কা চোপড়া। নেপালি বংশোদ্ভূত মার্কিন ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং এ কথা বললেন। মিশেল ওবামা, লেডি গাগা, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, সোনম কপূর, অনুষ্কা শর্মার মত বহু নামিদামি ব্যক্তিত্বকে নিজের পোশাকে সাজিয়েছেন নিউ ইয়র্কের এই বিখ্যাত ডিজাইনার।
প্রিয় বলিউড অভিনেত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রবাল বলেন, সোনম সবথেকে বেশি সাহসী, সব ধরনের পোশাকে দারুণ মানায় তাঁকে। আর আধুনিক ভারতীয় মহিলার ইমেজকে নতুন করে রূপ দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডের এই সুপারস্টার এখন মার্কিন বিনোদনের দুনিয়াও শাসন করছেন। অন্যদিকে, সিনেমা অভিনেত্রী বলতে এতদিন যা বোঝাত, তা ফ্যাশনেবলি বদলে দিয়েছেন সোনম। তবে প্রবালের কথায়, আলিয়া ভট্টও খুব ইন্টারেস্টিং। তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন তিনি।
‘পোশাক নিয়ে সবথেকে বেশি পরীক্ষানিরীক্ষা করেন সোনম; আধুনিক মহিলা বলতে বোঝায় প্রিয়ঙ্কা চোপড়া’
ABP Ananda, Web Desk
Updated at:
27 Oct 2016 10:53 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -