মুম্বই: দীর্ঘদিন ধরেই বলি অন্দরে কানাঘুষোয় শোনা যাচ্ছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আলিয়া ভট্টের। কাজের বাইরে বিভিন্ন সময় তাঁদের বহু জায়গায় একসঙ্গে দেখাও গেছে। কিন্তু অভিনেতা-অভিনেত্রী কেউই এবিষয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। অবশেষে আলিয়ার এই সম্পর্কের বিষয়ে এই প্রথম মুখ খুললেন মা সোনি রাজদান।
সোনির কথায়, একজন তারকার কী কোনও সামাজিক, ব্যক্তিগত জীবন থাকতে পারে না? সবকিছু নিয়ে আলোচনা হবে কেন? সংবাদমাধ্যম বা সাধারণ মানুষ মনে করেন, তারকাদের জীবনের প্রতিটি মুহূর্ত সর্বক্ষণ তাঁদের নখদর্পনে থাকবে।
মেয়ের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক প্রসঙ্গে সোনির মত, কেন তাঁর মেয়ের সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হবে, তাঁর কাজের তুলনায়। কেন তাঁর কার সঙ্গে বেশি বন্ধুত্ব সেটা নিয়েই বেশি চর্চা হবে, তাঁর করা কঠিন পরিশ্রমের চেয়ে। এরপর আরও একধাপ এগিয়ে গিয়ে সোনি বলেন, সিদ্ধার্থের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে মাতামাতি না করে লোকে কেন বলছেন না আলিয়া সময় নষ্ট করছেন। দেরি করে সেটে আসছেন। তারপরই সোনি বলেন, আলিয়া একজন অতি সাধারণ মেয়ে, বয়স কম, মন দিয়ে নিজের কাজ করছেন। তারপর তিনি তাঁর অবসর সময় কার সঙ্গে, কোথায় যাবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। এই নিয়ে কারও অযথা মাতামাতি করার প্রয়োজন নেই।
মেয়ে আলিয়ার সঙ্গে সিদ্ধার্থের লিঙ্ক-আপ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন মা সোনি রাজদান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2017 04:07 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -