আজান বিতর্কে সোনুর পাশে দাঁড়ালেন আদনান সামি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2017 11:25 AM (IST)
মুম্বই: লাউডস্পিকার ব্যবহার করে আজান বিতর্কে সোনু নিগমকে সমর্থন করলেন আর এক গায়ক আদনান সামি। তাঁর পরিষ্কার কথা, সোনুর হৃদয় পরিষ্কার, যে কথা তাঁর নামে রটেছে, তা বলতে পারেন না তিনি। তাঁর বক্তব্য আসলে লোকে বুঝতে পারেনি। ভারতের নাগরিকত্ব পাওয়া পাকিস্তানি বংশোদ্ভূত এই গায়ক বলেছেন, বহু বছর ধরে তিনি চেনেন সোনু নিগমকে। তিনি অত্যন্ত সাদাসিধে, ভাল মানুষ। আদনান জানেন, সোনুর হৃদয় স্বচ্ছ, সাফ সুতরো। কাউকে কষ্ট দিতে চান না তিনি, তাঁর কথার ভুল ব্যাখ্যা হচ্ছে।