Sonu Nigam Hospitalized: মুম্বইয়ে অনুষ্ঠান চলাকালীন হামলা, আহত হয়ে হাসপাতালে ভর্তি সোনু নিগম

Attack on Sonu Nigam: সোনু নিগম ও তাঁর দেহরক্ষীদের সঙ্গে ওই বিধায়ক পুত্র ও তাঁর সঙ্গীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আহত হয়েছেন সোনু নিগম। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

Continues below advertisement

মুম্বই: সঙ্গীতানুষ্ঠান চলাকালীন মুম্বইয়ের চেম্বুরে আক্রান্ত শিল্পী সোনু নিগম (Sonu Nigam)। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, আপাতত সেখানেই ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী।                                                                                                                       

Continues below advertisement

সূত্রের খবর, শিবসেনার স্থানীয় বিধায়কের পুত্র সোনু নিগমের অনুরাগী। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে সোনু নিগমের সঙ্গে দেখা করার চেষ্টা করেন তিনি। সেইসময় তাঁকে বাধা দেওয়া হয়। এরপরেই সেখানে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। সোনু নিগম ও তাঁর দেহরক্ষীদের সঙ্গে ওই বিধায়ক পুত্র ও তাঁর সঙ্গীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনায় আহত হয়েছেন সোনু নিগম। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।                                                                                                               

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে হাতাহাতির একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই শুরু হয়ে যায় সমস্যা। ঘটনায় আহত হয়েছেন সোনু নিগমের এক বন্ধুও। তাঁর নাম রব্বানি। সোনুকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে সঙ্গীতশিল্পীর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

 

কিছুদিন আগেই টলিউডে একটি কাজের সূত্রে কলকাতা এসেছিলেন সোনু। দেব (Dev) ও প্রসেনজিৎ চক্রবর্তী (Prosenjit Chatterjee) অভিনীত কাছের মানুষ (Kacher Manush) ছবিটিতে একটি গানের প্লেব্যাক করেছিলেন সোনু। সেই গানের মুক্তি ও ছবির প্রচারের জন্যই কলকাতায় এসেছিলেন সঙ্গীতশিল্পী।

Continues below advertisement
Sponsored Links by Taboola