কলকাতা: দীর্ঘ আট দশকের সুর সফর এবার মলাটবন্দি হল। প্রকাশ্যে এস সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে (Asha Bhosle)-র বায়োগ্রাফি। শুক্রবার, তারকাখকিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এল এই বই। নাম, 'স্বরস্বামিনী আশা'। এদিন, নিজের জীবনী প্রকাশ্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। যিনি চোখের সামনে বদলে যেতে দেখেছেন সঙ্গীতের যুগকে, পার করে এসেছেন কতই না উঁচু-নীচু.. সেই সমস্ত সফর মলাটবন্দি হল শুক্রবার।


এদিনের অনুষ্ঠানে ছিলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত, বলিউড অভিনেতা অভিনেতা জ্যাকি শ্রফ এবং গায়ক সোনু নিগম। আর এই অনুষ্ঠানেই এমন একটি কাজ করেন সোনু নিগম, যেখানে তিনি চলে এসেছেন চর্চায়। ঠিক কী করেছেন সোনু নিগম? আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে বসে রয়েছেন আশা ভোঁসলে। তাঁর পায়ের কাছে এসে বসেন সোনু নিগম। এরপরে টুলের ওপর তাঁর পা তুলে নেন। একটি পাত্র রেখে, তার পরে আশা ভোঁসলের পা রেখে, পায়ে চুম্বন করেন। এরপরে গোলাপ জল দিয়ে ধুইয়ে দেন তাঁর পা। এই অনন্য সম্মান প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 


সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হতেি মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকেই সোনু নিগমের এই অভিনব সম্মান প্রদর্শনের প্রশংসা করেছেন। নিজে একজন সঙ্গীতশিল্পী হয়েও বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর পা ধুইয়ে দেওয়ার প্রথাকে অনেকেই প্রশংসার চোখে দেখেছেন। অন্যদিকে অনেকে আবার এই ভিডিওটি দেখে, 'বাড়াবাড়ি' বলে আখ্যা দিয়েছেন। অনেকের মতে এই সম্মান প্রদর্শন অনর্থক। 


অবশ্য আশা ভোঁসলের জীবনী প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। তাঁকে অনেকে সম্মান জানিয়ে সুরের সরস্বতী বলেন। অনুরাগীদের আশা, এই প্রয়াসের ফলে আশা ভোঁসলের জীবনের অনেক না জানা কথা, অনেক কঠিন সময়ের কথা জানতে পারবেন অনেকে।


 



 


আরও পড়ুন: Mahua at Didi No.One: রচনার 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'প্রবাসে ঘরকন্না' খ্যাত মহুয়া.. শোনালেন নিজের জীবনের গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।