মুম্বই: ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ! গত ৩ দিন ধরে মুম্বইতে সোনু সুদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। এরপর শনিবার বিবৃতি জারি করে আয়কর দফতরের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করে বলা হয়, ২০ কোটির টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ ও তাঁর সহযোগীরা।


আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে। বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে বলে সূত্রের খবর। এই কাজটি  ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।


বুধবার মুম্বইয়ে সোনু সুদের দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর, পরদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েকদিনে অভিনেতার সঙ্গে যুক্ত মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে এসেছে তাঁদের।


আয়কর দফতরের দাবি, যে সমস্ত রোজগারের হিসেব সোনু সুদ লুকাতে চাইতেন, সেটা বেনামী সংস্থাদের থেকে ভুয়ো ঋণ নেওয়ার খাতে দেখানো হত। তদন্তকারীরা ইতিমধ্যেই এই ধরণের ২০টি বেনামী লেনদেনের হদিশ পেয়েছেন।


জেরায় তাঁরা স্বীকার করেছেন ভুয়ো ঋণ সংক্রান্ত জালিয়াতির কথা।  তাঁরা আরও জানিয়েছেন, তাঁরা নগদ টাকার বিনিময়ে চেক ইস্যু করেছেন। এমনকি কর ফাঁকি দিয়ে যে সমস্ত টাকা উপার্জন হয়েছে, তা হিসেবে ঋণ হিসাবে দেখানো হয়েছে।  ভুয়ো ঋণের হিসেব দিয়ে এই সমস্ত টাকা দিয়ে সম্পত্তি কেনা হয়েছে বলে জানিয়েছে আয়কর দফতর।


আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, কেবলমাত্র ১লা এপ্রিল ২০২১ থেকে এখনও পর্যন্ত, মোট ১৮.৯৪ কোটি টাকা অনুদান হিসাবে সংগ্রহ করেছে সোনু সুদের সংস্থা। এই অর্থের কেবলমাত্র ১.৯ কোটি টাকা সমাজসেবার কাজে ব্যায় হয়েছে। সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ কোটি টাকা পড়ে রয়েছে।


তল্লাশির পর সোনুর অফিস থেকে নগদ ১.৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে অভিনেতার সংস্থার ১১টি লকার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সিজ করা হয়েছে।