মুম্বই: রাশিয়ায় আয়োজিত বিশেষ অলিম্পিক্সে ভারতের 'ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর' সোনু সুদ! সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিলেন অভিনেতা নিজেই। সেইসঙ্গে শুভেচ্ছা জানালেন প্রতিযোগীদেরও। লিখলেন, 'আমি গর্ব অনুভব করছি এই খবরটা সবার সঙ্গে ভাগ করে নিতে যে, আমি রাশিয়ায় আয়োজিত স্পেশাল অলিম্পিক্সের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নির্বাচিত হয়েছি। আশা করছি আমাদের চ্যাম্পিয়ানরাও আমাদের গর্বিত করবে। জয় হিন্দ'


প্রসঙ্গত, এই স্পেশাল অলিম্পিকস প্রতি ২ বছর অন্তর অনুষ্ঠিত হয়। মানসিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাদের জন্য আয়োজিত হয় এই অনুষ্ঠান। গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধূলার জন্য এই প্রতিযোগিতা দুটির আলাদা আলাদা আয়োজন করা হয়। এই বছর শীতকালীন ক্রীড়ার অলিম্পিক্স অনুষ্ঠিত হবে রাশিয়ার কাজানে।


গত শুক্রবার জন্মদিন ছিল সোনু সুদের। অভিনেতার বাড়ির সামনে এসে জমায়েত হন অনেক অনুরাগী। তাঁদের প্রত্যেকেই হাতেই ছিল বিভিন্ন উপহার। ফুল, চকোলেট আর কেকে ভরে যায় সোনুর ২ হাত। হাজির ছিল একাধিক চকোলেট কেক। সেই কেক কেটেই জন্মদিন উৎযাপন করেন সোনু। এর মধ্যেই নজর কাড়ে এক অনুরাগীর বিশেষ উপহারও। হলুদ রঙে জিভ ডুবিয়ে কেবল জিভের সাহায্যে তিনি এঁকে ফেলেন প্রিয় অভিনেতার মুখ। এই শিল্পী মুগ্ধ করে অভিনেতাকেও। জমায়েতের সবার উদ্দেশে গেটের ওপর উঠে দাঁড়িয়ে হাত নাড়েন অভিনেতা। আশ্বাস দিয়ে বলেন, সবার কাছেই পৌঁছে যাবেন তিনি। এরপর আক্ষরিক অর্থেই সবার সঙ্গে গিয়ে কথা বলেন তিনি। সোনুকে পেয়ে আপ্লুত অনেকেই। পা ছুঁয়ে প্রণাম করেন অনেকেই। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন সোনু।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন উদ্যোগের কথা পোস্ট করেছিলেন সোনু। করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে বলা থেকে শুরু কর সমস্ত মানুষের পড়াশোনার প্রয়োজনীয়তার কথা একাধিকবার উঠে এসেছে তাঁর মুখে। আর এবার পড়ুয়াদের দিকে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। আর্থিক অভাবের জন্য যে সমস্ত পড়ুয়ারা আইপিএস পরীক্ষার জন্য তৈরি হতে পারছেন না, তাঁদের জন্য় বিনামূল্যে কোচিং স্কলারশিপের বন্দোবস্ত করেছেন সোনু সুদ।


">