মুম্বই: হাসপাতালে ভর্তি.. অক্সিজেন.. চিকিৎসার খরচ.. খাবার.. সবকিছুরই যেন মুশকিল আসান হয়ে উঠেছেন তিনি। সোনু সুদ। করোনাকালে মানুষের 'মসিহা' তিনি। কিন্তু এত মানুষের এত আর্তি কী করে সামলান তিনি? গোটা দেশের অনুরোধ রাখা কেমন করে সম্ভব হয় তাঁর পক্ষে? সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে নিজের কথাই লিখলেন সোনু সুদ।
সম্প্রতি সোনুর শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি তাঁর বাড়ির দুধওয়ালার। তাঁর অভিযোগ, গোটা দিন তাঁর মোবাইলে ফোন আসছে। প্রত্যেকেই ফোন করে সোনু সুদের খোঁজ চাইছেন। কারও আর্জি হাসপাতালে ভর্তি করানোর। আবার কেই অভিযোগ করছেন, তাঁর বার্তা ঠিকভাবে পৌঁছনো হচ্ছে না সোনু সুদের কাছে। হাসতে হাসতে সোনু সুদ উত্তর দিচ্ছেন, 'মানুষের সেবা তো করতেই হবে। আমার কাছেও তো সারাদিন প্রচুর ফোন আসে। আমি কি সামলাই না!' করুণ স্বরে সেই দুধবিক্রেতার উত্তর, 'আপনার মত ক্ষমতা আর শক্তি আমার নেই। আমি আমার সাধ্য মতো কাজ করি।'
ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছিলেন, 'এত চাপ আর ও নিতে পারছে না। সবাই আমায় প্রশ্ন করেন, কী করে আমি সবটা সামলাই। একদিন এসে আমার সঙ্গে থাকুন। তাহলেই বুঝতে পারবেন।'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি। ৪৬ সেকেন্ডের ভিডিও জুড়ে ক্রমাগত আসছে মেসেজ, ফোন। ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, 'এই গতিতে সাহায্যের আবেদন আসছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সবাইকে সাহায্য় করার। যদি কারোও সাহায্যের উত্তর না দিতে পারি আমাদের ক্ষমা করবেন।' এর কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেছিলেন সোনু সুদ। সেখানে তিনি লিখেছিলেন, রাতে ঘুমাতে পারছেন না তিনি। সারাদিন মানুষের সাহায্যের আর্তি আসছে।
আজ সোনু নিজের ট্যুইটারে লেখেন, 'একজন আমায় প্রশ্ন করেছিলেন, কি করে আমি এত তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করে ফেলি? আমি অচেনা কাউকে ফোন করার আগে ভাবি না, আর অচেনা কাউকে সাহায্য করার আগে ভাবি না।'