মুম্বই: বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ও জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) শুরু করলেন বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার 'ফতেহ'র (Fateh) শ্যুটিং। শেয়ার করলেন ছবি।
শুরু হল 'ফতেহ'র শ্যুটিং
এবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সোনু সুদ ও জ্যাকলিন ফার্নান্ডেজকে। ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন জ্যাকলিন। প্রথম দিনের শ্যুট থেকে ছবি শেয়ার করেন তিনি। পাঞ্জাবের (Punjab) পবিত্র শহর অমৃতসরে (Amritsar) শ্যুটিং শুরু করেন তাঁরা। গোটা টিম পৌঁছয় গুরুদ্বারে, আশীর্বাদ নিতে।
দ্বিতীয় ছবিতে দেখা গেল ক্ষেতের মাঝে বুলেটের সঙ্গে পোজ দিয়েছেন সোনু ও জ্যাকলিন। তৃতীয় ছবিতে জ্যাকলিনকে মাল্টি-কালার্ড স্যুটে দেখা গেল। ছবিগুলি শেয়ার করে জ্যাকলিন লেখেন, 'ফতেহর দুর্দান্ত প্রথম দিন'।
এর আগে সোনু সুদ তাঁর অনুরাগীদের জন্য প্রথম দিন শ্যুট শুরুর কথা ঘোষণা করে একটি পোস্ট করেন। বৈভব মিশ্র (Vaibhav Mishra) পরিচালিত এই ছবি মূলত সাইবার ক্রাইম ঘরানার। মূল চরিত্রে সোনু ও জ্যাকলিন। চরিত্রগুলি পর্দায় নিখুঁত ফুটিয়ে তোলার জন্য তাঁদের একাধিক ওয়ার্কশপও করতে হয়েছে বলে খবর। শ্যুটিংয়ের সময় এথিক্যাল হ্যাকারসদের সাহায্য নেওয়া হবে বলেও জানা গেছে।
সোনু সুদ এই ছবি সম্পর্কে বলেন, 'ছবিটি বাস্তবতার ওপর তৈরি এবং বাস্তব জীবনের ঘটনার ওপর নির্ভর করে তৈরি। আমি এমন তো লকডাউনের মাঝেও মানুষের সঙ্গে হতে দেখেছি।'
জ্যাকলিনের কথায়, 'প্রথমবার চিত্রনাট্য পড়ার সময় থেকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে আমাকে এই ছবির অংশ হতেই হবে। এখন যখন ফতেহর শ্যুটিং শুরু করে ফেলেছি, মানুষের ভাল লাগবে এই গল্প সামনে আনতে আমরা অত্যন্ত উৎসাহী।'
গত ডিসেম্বর 'ফতেহ' ছবির ঘোষণা করা হয়। ছবিতে দেখা যাবে শিবজ্যোতি রাজপুত ও বিজয় রাজকেও। এই ছবির জন্য হলিউডের একাধিক বড় নাম ডিরেক্টর অফ ফটোগ্রাফি, রিসার্চ টিম, অ্যাকশন কোরিওগ্রাফি করবেন। এই বছরই শেষের দিকে ছবির মুক্তি হবে।