হায়দরাবাদ : ভোকাল ফর লোকাল। গত বছর করোনা আবহে স্থানীয় ও ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এই উক্তিই ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী। সেই থেকে চালু হয় সোশ্য়াল মিডিয়া ট্রেন্ডও। এবার নরেন্দ্র মোদির সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করতে মাঠে নেমে পড়েছেন অভিনেতা সোনু সুদ। তাঁর ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও অন্তত সেই কথাই বলছে। হ্যাশট্যাগে সাপোর্ট স্মল বিজনেস লিখে পোস্ট করেছেন একটি ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও। সেখানেই নিজের হাতে মুসম্বি লেবুর রস তৈরি করতে দেখা গেল পর্দার খলনায়ককে।



হায়দরাবাদের ৩ নং রোডের ধারে হরিশ যাদবের ছোট্ট লেবুর রসের দোকান। পথচলতি তৃষ্ণার্ত মানুষদের ফলের রস খাইয়েই নিজের পেট চালান হরিশ। সেই ছোট্ট গুমটিতেই পৌঁছে গেছেন সোনু সুদ। কীভাবে লেবুর রস বানাতে হবে, নিজেই তাঁর ডেমোনস্ট্রেশন দিচ্ছেন সোনু। সেই সঙ্গে অনর্গল বলে যাচ্ছেন মুসম্বির কী কী গুণ আছে। এই লেবুর রস শরীরে ভিটামিন সি-এর পরিমাণ বাড়ায়। অবশ্যই শরীর ফিট রাখতে যা অত্যন্ত প্রয়োজনীয়। যদিও পর্দার বিখ্যাত ছেদি সিংয়ের নিজের হাতে বানানো রসের গুণাবলী বেশি কি না সেই ব্যাপারে জানা যায়নি। তবে বেশ প্রফেশনালদের মতোই কাজ সারলেন তিনি। কাজ সেরে খানিক মশকরাও করলেন বিক্রেতার সঙ্গে। মজার ছলে জিজ্ঞেস করলেন, তিনি বিনামূল্যে রস পাবেন কি না। আজকের মতো 'ঋণ মকুব' করলেন বিক্রেতাও।



করোনার শুরু থেকেই সাধারণ মানুষের কাছে সোনু সুদ 'মসিহা' হিসাবে অবতীর্ণ হয়েছেন। বহু মানুষের সাহায্যে তাঁকে বারবার এগিয়ে আসতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল সেই সব খবরে। এরই মধ্যে তাঁকে ছোট ব্যবসার পাশে দাঁড়ানোর বার্তা দিতে দেখা গেল। ভিডিও শেষে সকলের কাছে অভিনেতার আর্তি, যেন সকলে যথাসম্ভব ছোট ব্যবসার পাশে দাঁড়ান। ভিডিও পোস্ট হওয়ার আধ ঘণ্টার মধ্যেই তার ভিউ পৌঁছেছে প্রায় ১৪ হাজারে। কমেন্টে প্রশংসার বন্যা।