নয়া দিল্লি : পরের মাস অর্থাৎ অগাস্ট থেকেই শিশুদের কোভিড ভ্যাকসিন দেওয়া হতে পারে। আজ একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। বিজেপির সংসদীয় দলের বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী।


বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্ভবত পরের মাস থেকেই আমরা শিশুদের টিকাকরণ করতে পারব। প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণা এমন একটা সময়ে এল যখন করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু, শিশুদের জন্য এখনও দেশে করোনার ভ্যাকসিন চালু না হওয়ায় উদ্বেগ রয়েছে। 


এর আগে এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া সহ একাধিক বিশেষজ্ঞ সেপ্টেম্বর নাগাদ শিশুদের জন্য টিকাকরণ চালু করা যাবে বলে আশাপ্রকাশ করেছিলেন। চিকিৎসক গুলেরিয়া জানিয়েছিলেন, হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাকসিন শিশুদের টিকাকরণের ট্রায়াল শুরু করবে সেপ্টেম্বর নাগাদ। সেরকম দেখা গেলে ওই মাসেই শিশুদের জন্য ভ্যাকসিন শটের অনুমোদন দেওয়া হবে। 


উল্লেখ্য, ১৩২ দিন পর ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমে এসেছে। সেই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪১৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৮৯।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৩৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৯৫১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৮ হাজার ১০০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৬ লক্ষ ২১ হাজার ৪৬৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন। 


এদিকে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৪৪ কোটি পেরিয়ে গিয়েছে। গতকাল ৫৭ লক্ষের বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে ৪৪ কোটি ৫৭ হাজার ১০৩ টিকার ডোজ দেওয়া হয়েছে।