মুম্বই: তাঁর মধ্যেই এখন ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন অনেকে। পায়ে হেঁটে বা শ্রমিক ট্রেনে চেপে ঘরে ফেরার আশা যারা ছেড়েই দিয়েছিলেন, তাঁদের ঠিকানায় ফিরিয়েছেন সোনু। আশ্রয় দিয়েছেন। বাসে চাপিয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন। পরিযায়ী মহিলা শ্রমিকদের জন্য ব্যবস্থা করেছেন চাটার্ড প্লেনও।
সোশ্যাল মিডিয়ায় সোনুর প্রশংসা বার্তার ছড়াছড়ি।  এরই মধ্যে এক ব্যক্তি পোস্ট করলেন সোনুর ছবিতে পুজো করার ছবি। 'অ্যাক্টর মণীষ' নামে ওই ব্যক্তি সোনুকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাঁর জন্যই মায়ের সঙ্গে দেখা হল। সোনুর ছবিতে পুজো করার ছবিও আপলোড করেন। হিন্দিতে তিনি যা লেখেন, তার বাংলা তর্জমা করলে হয়,
“মায়ের সঙ্গে যিনি দেখা করিয়ে দেন তিনি তো ভগবান, সোনু সুদের মতো সবাই ভগবান হয় না। @SonuSood আমি তো আপনাকে ভগবানই মনে করি। আপনি আমার স্বপ্নকে সার্থক করছেন, মায়ের দেখা পাইয়ে দিয়েছেন।”
সোনু তাঁর ট্যুইটটি রিট্যুইট করেন ও লেখেন , এমনটি আর করবেন না।



সোনুকে শেষবার 'সীতা' নামক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে আদিত্য চোপড়ার ঐতিহাসিক কাহিনি নির্ভর ছবি 'পৃথ্বীরাজ' এ  দেখা যাবে সোনুকে। আপাতত পরিযায়ীদের পরিত্রাতা হিসেবেই সকলের নজর কাড়ছেন সোনু।