নয়াদিল্লি: স্যামসাং নিয়ে আসছে তাদের মিড রেঞ্জ সেগমেন্টের গ্যালাক্সি ফোন এ৩১। এর আগে বাজেট সেগমেন্টের দুটি ফোন গ্যালাক্সি এম১১ ও এম০১ বাজারে নেছে তারা।
স্যামসাং একটি টিজারে এই গ্যালাক্সিএ৩১ সম্পর্কে নানা তথ্য দিয়েছে। ফোনটি আজই লঞ্চ করছে তারা। এর আগে অবশ্য আন্তর্জাতিক দুনিয়ায় ফোনটি এসে গিয়েছে। এর দাম সম্ভবত ঘোরাফেরা করবে ২৫,০০০ টাকার আশপাশে। এই স্মার্টফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, তাতে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল সেন্সর, ৫ মেগাপিক্সলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর ও ৫ মেগাপিক্সলের ডেপথ সেন্সর রয়েছে। আবার ফ্রন্টে রয়েছে ২০ মেগাপিক্সলের ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা-কোর প্রসেসর থাকতে পারে, আর ৬জিবি র্যাম। কানেক্টিভিটির জন্য এতে ৪জি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, ইউএসবি পোর্ট টাইপ সি-র মত বেশ কিছ ফিচার মিলতে পারে। এছাড়া এতে ৫০০০এমএএইচের ব্যাটারি থাকার সম্ভাবনা, সঙ্গে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি এ৩১, দেখে নিন দাম, অন্যান্য খুঁটিনাটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2020 12:01 PM (IST)
পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা-কোর প্রসেসর থাকতে পারে, আর ৬জিবি র্যাম
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -