মুম্বই: দুঃসময়ে সংকটগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সারা দেশে বাস্তবের নায়ক হয়ে গিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। লকডাউনের শুরু থেকেই তিনি পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই শুরু, তারপর থেকেই সমস্যায় পড়া লোকজনের কাছে ‘মসিহা’ হয়ে উঠেছেন এই অভিনেতা। কিন্তু বলিউডে নিজের জায়গা করে নিতে ঠিক কতটা লড়াই করতে হয়েছে সোনুকে? একটি অনুষ্ঠানে তিনি নিজেই সে কথা জানিয়েছেন।
ওই অনুষ্ঠানে এই অভিনেতা জানিয়েছেন, ‘ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে যখন বাড়ি ফিরে যাই, তখন থেকেই মুম্বই এসে অভিনয় করার ইচ্ছা ছিল। কিন্তু আমার মনে হয়েছিল, বাড়ির লোককে সে কথা বললে সবাই বাধা দেবে। ওরা হয়তো পারিবারিক ব্যবসায় যোগ দিতে বলবে। তবে মাকে বলতেই মা বলে, মুম্বই গিয়ে নিজের স্বপ্ন পূরণ করো। আমার মনে আছে, মুম্বই আসার সময় পকেটে ৫,৫০০ টাকা ছিল। আমি কোনওদিন বাড়ির লোকের কাছ থেকে টাকা চাইনি। এক বছর সময় নিয়ে মুম্বই এসেছিলাম। কিন্তু এক বছর কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। আমি যখন প্রথমবার ফিল্ম সিটিতে ঢুকতে যাই, তখন মূল দরজাতেই আটকে দেওয়া হয়েছিল। ৪০০ টাকা ঘুষ দিয়ে তবে ভিতরে যেতে পেরেছিলাম।’
সোনু আরও বলেছেন, ‘আমার ধারণা ছিল, ফিল্ম সিটিতে গেলেই কোনও না কোনও পরিচালক বা প্রযোজকের সঙ্গে দেখা হয়ে যাবে আর তাঁরা নিজেদের ছবিতে আমাকে সুযোগ দেবেন। কিন্তু সেটা কোনওদিন হয়নি। তিন বছর ধরে আমি বহু জায়গায় অডিশন দিই, কিন্তু কোথাও সুযোগ মেলেনি। তবে আমার নিজের উপর সবসময় বিশ্বাস ছিল।’
শুরুতে অনেক লড়াই করতে হলেও, ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন সোনু। এরপর তিনি নিজের কঠিন সংগ্রামের দিনগুলির কথা মনে রেখেই অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
মুম্বই গিয়েছিলেন ৫,৫০০ টাকা নিয়ে, ফিল্ম সিটিতে ঢুকেছিলেন ৪০০ টাকা ঘুষ দিয়ে, জানালেন সোনু সুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2020 12:01 AM (IST)
শুরুতে অনেক লড়াই করতে হলেও, ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন সোনু।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -