স্বাধীনতা দিবসের ভাষণেও শিবরাজ জানিয়েছিলেন, সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে স্থানীয়রা। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যুবকদের চাকরি পাওয়া নিশ্চিত করতে একটা মেকানিজম বানাচ্ছে সরকার।
এই প্রথম নয়, রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও গত বছরের জুলাইয়ে ঘোষণা করেছিলেন, তাঁর সরকার বেসরকারি ক্ষেত্রে স্থানীয় যুবকদের জন্য ৭০ শতাংশ চাকরি সুনিশ্চিত করতে আইন আনার চিন্তাভাবনা করছে। আইন অনুসারে সরকারি, বেসরকারি সংস্থাগুলি মধ্যপ্রদেশের স্থানীয় ছেলেময়েদের বেশি কাজ দিতে বাধ্য থাকবে। আজ একগুচ্ছ ট্যুইট করে কমলনাথ শিবরাজকে এ ব্যাপারে তিনি যেসব পদক্ষেপ করেছেন, সেসব স্মরণ করিয়ে বলেন, আমার ১৫ মাসের মেয়াদে রাজ্যের যুবকরা যাতে চাকরিতে অগ্রাধিকার পায়, তা সুনিশ্চিত করতে অনেক বিধিনিয়ম করেছি আমি। কমলনাথ আরও বলেন, অন্তত চাকরি-বাকরির সঙ্কট নিয়ে ১৫ বছর বাদে আপনার ঘুম ভেঙেছে, আমাদের রাজ্যবাসীর জন্য চাকরি সংরক্ষণের সিদ্ধান্ত অনুসরণ করছেন। তবে শুধু কাগজকলমে ঘোষণা করলেই হবে না।