মুম্বই : করোনাকালের প্রথম ঢেউ থেকেই মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কেবল ওষুধই নয়, প্রথম ঢেউয়ে বহু পরিযায়ী শ্রমিককে বাড়িও ফিরিয়েছিলেন তিনি। নিয়েই আয়োজন করেছিলেন সমস্ত যানবাহনের। দ্বিতীয় ঢেউয়েও প্রথমবারের মতোই ঝাঁপিয়ে পড়েন সোনু। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা থেকে শুরু করে রেমডিসিভির ও অক্সিজেন সহ অন্যান্য ওষুধ পৌঁছে দেওয়া, মুশকিল আসান সোনু সুদই। এহেন সোনুর সবকিছুতেই কার্যত উৎসাহী তাঁর ভক্তরা। শুধু তাঁর ভক্তরাই নন, আরও অনেকেই তাঁর প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখেন।


ফাদার্স ডে। বিশেষ এই দিনটিতেও তাই সোনুর সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে সকলের নজর থাকবে সেটাই স্বাভাবিক। আর তা ঘাঁটাঘাটি করতে গিয়ে সামনে এল বাবাকে নিয়ে সোনুর আবেগতাড়িত পোস্ট। 


ফেসবুকে সোনু লিখেছেন, 


প্রিয় বাবা,


তুমি পাশে নেই। কিন্তু, তোমার পছন্দের সেই স্কুটারটি সবসময় আমার কাছে সবথেকে মূল্যবান জিনিস। 


সবসময় তোমার অভাব বোধ করি


#HappyFathersDay


প্রসঙ্গত, সেন্ট জোশেফ'স ডে-তে ফাদার্স ডে পালন করা হয়। এর পিছনে রয়েছে ১৯৮২ সালের আরকানসাসের সেবাশ্চিয়ান কাউন্টির একটি ঘটনা। 






 

এবার নিজের রোল মডেলকে নিয়ে বিশেষ এই দিনটিতে আবেগতাড়িত পোস্ট করলেন সোনুও।