দেশজুডে একাধিক নিয়মে লকডাউন চলছে।ঘরবন্দি ছোটরা। একঘেয়েমি গ্রাস করছে তাদের। একঘেয়েমি কাটাতে অনেকেই বূঁদ হয়ে থাকছে ভিডিও গেমে। বন্ধুবান্ধবদের ভি়ডিও গেম খেলতে দেখে, গেম প্লে স্টেশন পিএসফোর কিনে দেওয়ার আবেদন জানিয়ে টুইট করেন এক ভক্ত। কিন্তু তাতে আমল দেননি সোনু। টুইটে তিনি লিখেছেন, ‘‘ তোমার যদি পিএসফোর না থাকে সেটা ভাল। কিছু বই পডো। আমি বই কিনে তোমায় পাঠাতে পারি।’’
সোনু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁর ভক্তরা। তাঁরাও জানিয়েছেন, ভিডিও গেম স্বাস্থ্যের পক্ষে আদৌ ভাল নয়।কখনও খেলা উচিত নয়। তার চেয়ে মাঠে খেলতে যাওয়া অনেক ভাল। কেউ আবার সোনুকে উদ্দেশ করে লিখেছেন, এটাই সঠিক উত্তর (সুপার শাহি জবাব)।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোনুকে অবশ্য মাঝেমধ্যেই নানান ধরনের অনুরোধ জানিয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।পারিবারিক বিবাদে ক্লান্ত হয়ে সোনুকে একবার এক মহিলা আবেদন করেছিলেন, হয় তাঁর স্বামীকে ঘর থেকে বার করে দিন সোনু, নয়তো তাঁকে বাপের বাড়ি পাঠিয়ে দিন। কেউ আবার আবেদন জানিয়েছিলেন তাকে যেন সোনু বিউট পার্লারে পৌঁছে দেন।
তবে সোনুর মানবিক মুখ একাধিকবার দেখেছেন ভক্তেরা। কোভিড ১৯ পর্বে যাঁরা কাজ হারিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন সোনু।সম্প্রতি অন্ধ্রের এক কৃষক দম্পতিকে একটি ট্রাক্টর কিনে দিয়েছেন অভিনেতা। গত মাসে নিজের জন্মদিনের দিন ‘প্রবাসী রোজগার’ ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকদের জন্য তিন লক্ষ কর্মসংস্থান করে দেওয়ার ঘোষণাও করেছেন।