Sonu Sood: পথ দুর্ঘটনায় (Road Accident) জখম অভিনেতা সোনু সুদের (Sonu Sood) স্ত্রী, প্রযোজক সোনালি সুদ (Sonali Sood)। সোমবার গভীর রাতে মুম্বই-নাগপুর হাইওয়েতে পথ দুর্ঘটনার শিকার হয় সোনালি সুদের গাড়ি। সূত্রের খবর, গাড়িতে সোনালির সঙ্গে তাঁর বোন এবং বোনের ছেলেও ছিলেন। সোনালির বোনের ছেলেই গাড়িটি চালাচ্ছিলেন। আহত সোনালি সুদ নাগপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই নাগপুরে পৌঁছে গিয়েছেন সোনু সুদ। সংবাদ মাধ্যমকে সোনু জানিয়েছেন, সোনালি বিপদ মুক্ত এবং তাঁর আঘাত গুরুতর নয়। তবে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।       


সোমবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। সোনু সুদের স্ত্রী সোনালি, তাঁর বোনের ছেলে এবং বোন ছিলেন ওই গাড়িতে। মুম্বই-নাগপুর হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। নাগপুরের একটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সোনালি। মঙ্গলবার সকালেই নাগপুর পৌঁছে গিয়েছেন অভিনেতা। সোনু জানিয়েছেন, তাঁর স্ত্রী এখন ঠিক রয়েছেন। অলৌকিক ভাবে রক্ষা পেয়েছেন সোনালি। ঈশ্বরকেও ধন্যবাদ জানিয়েছেন সোনু সুদ। জানা গিয়েছে, সোনালি এবং তাঁর বোনপো নাগপুরের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। সোনালির বোনের জখম খুব একটা গুরুতর। তিনি বিপদসীমার বাইরে রয়েছেন। কোভিড কাল থেকে সোনু সুদ মানেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই অভিনেতার স্ত্রী দুর্ঘটনায় জখম হওয়ায় স্বভাবতই উদ্বেগে রয়েছেন সোনু সুদের অনুরাগীরা। তবে স্বস্তির খবর এটাই যে সোনালি বিপদমুক্ত। তাঁর আঘাত খুব গুরুতর নয়।      


সম্প্রতি আর্থিক জালিয়াতিতে নাম জড়িয়েছিল সোনু সুদের, উঠেছিল গুরুতর অভিযোগ, অভিনেতা স্পষ্ট ভাষায় কড়া জবাবও দিয়েছিলেন 


সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পঞ্জাবের লুধিয়ানার এক আদালত। একটি আর্থিক দুর্নীতির মামলায় তাঁর নাম জড়িয়েছিল। তার জেরেই এই গ্রেফতারি পরোয়ানা। আর এই খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া দেন জনপ্রিয় অভিনেতা,সমাজসেবী সোনু সুদ। প্রসঙ্গত উল্লেখ্য, লুধিয়ানা আদালতে একটি মামলা উঠেছিল। সেখানে সোনুর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ ছিল না। অভিনেতাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ তিনি মানেননি। আর আদালতে গরহাজির থাকার বিষয়টাই তাঁর বিরুদ্ধে গিয়েছে। আদালতের তরফে সোনুর নামে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।      


আরও পড়ুন- ‘ক্ষমা চাইব না, খাটের নীচে লুকোবও না…’, জানিয়ে দিলেন কুণাল কামরা