মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় প্রয়াত অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে অভিনেতা সুরজ পাঞ্চোলির সম্পর্ক ঘিরে জল্পনা চলছে। এরইমধ্যে ছেলের পাশে দাঁড়িয়ে নীরবতা ভাঙলেন সুরজের মা জারিনা ওয়াহাব।
তিনি বলেছেন, অহেতুক এই মামলায় সুরজের নাম টানা হচ্ছে। অথচ এই মামলার সঙ্গে সুরজের কোনওরকম সম্পর্ক রয়েছে, এমন কোনও তথ্যপ্রমাণ নেই কারুর কাছে নেই। তারপরও ওর নাম টেনে আনা হচ্ছে।
জারিনা বলেছেন, সুরজ তো বারেবারেই বলেছে যে, দিশার সঙ্গে ওর কখনও দেখা হয়নি,চিনতও না।
তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভিত্তিহীন অভিযোগ করার উদ্দেশ্য কী? তিনি বলেছেন, সূশান্তর মৃত্যুর আগের দিন (১৩ জুন) এমন কোনও পার্টি হয়নি, যেখানে সুরজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিয়া খানের মৃত্যুর ঘটনার ক্ষেত্রেও সুরজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জিয়ার মা রাবিয়া খান সম্প্রতি দাবি করেছিলেন যে, জিয়া ও সুশান্তর মৃত্যুর ক্ষেত্রে বেশ কিছু মিল রয়েছে এবং দুটোই খুন। সিবিআই-এর এই মামলার তদন্ত করা উচিত।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে জারিনা বলেছেন, দুটি মামলা ভিন্ন। এক্ষেত্রে দুইটি ঘটনার সঙ্গে যোগসূত্র টানা একেবারেই ঠিক নয়। ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই সব কিছু খোলসা হয়ে যাবে।
জারিনা আরও বলেছেন, আমার ছেলে সুরজ পাঞ্চোলিও বলেছে যে, এই মামলার সিবিআই তদন্ত হওয়া উচিত। আমিও বলছি যে, প্রকৃত সত্য যাতে সামনে আসে, সেজন্য সিবিআই তদন্তের প্রয়োজন।