মুম্বই: বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সেই ছবি। ক্যাটরিনা কাইফ সঙ্গে অভিনীত এই অ্যাকশন ড্রামা ঘরানার ছবি করোনা আবহ কাটার পর সিনেমা হলে বেশ ভালই ফল করছে। সিনেপ্রেমী দর্শক দীপাবলিতে এই ছবিটিকে উপহার হিসেবেই নিয়েছেন যেন। প্রথম সপ্তাহে খিলাড়ির এই ছবি পেরিয়ে গেল ১২০ কোটির গণ্ডি।


১১ নভেম্বর, বৃহস্পতিবার, হিসেব অনুযায়ী 'সূর্যবংশী' ৮.৩০ কোটি টাকার ব্যবসা করেছে যা সমষ্টি করলে দাঁড়ায় ১২০.৬৬ কোটি টাকা। বলিউড সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের ট্যুইটারে পোস্ট করে জানান এই কথা। 


 






রোহিত শেট্টি সেই সমস্ত স্বল্প সংখ্যক পরিচালকদের অন্যতম যাঁরা একের পর এক বক্স অফিস হিট ছবি তৈরি করেন। তাঁর শেষ কয়েকটি ছবি 'সিম্বা', 'চেন্নাই এক্সপ্রেস', 'গোলমাল এগেইন', 'দিলওয়ালে', ১০০ কোটির গণ্ডি পার করেছিল। 


বক্স অফিসে সাফল্য যে আসবে, তা আগে থেকেই খানিকটা আন্দাজ করা যাচ্ছিল। বাধ সাধছিল করোনার সংক্রমণের আশঙ্কা। তাই বেশ কিছুটা সাহসী পদক্ষেপ নিয়েই সিনেমাহলে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty) এবং 'সূর্যবংশী' (Sooryavanshi) টিম। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কা পেরিয়েও যে দর্শকরা এভাবে সিনেমাহলমুখী হবেন, তা যেন প্রমাণ করে দিল অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'।


আরও পড়ুন: Aarya 2 Teaser: মুক্তি পেল 'আরিয়া ২'-এ সুস্মিতা সেনের প্রথম লুক, প্রশংসা অনুরাগীদের


উৎসবের মরসুমে সিনেমাহলে মুক্তি পায় 'সূর্যবংশী'। দীপাবলি, ভাইফোঁটায় দুর্দান্ত ব্যবসা করার পর, বক্স অফিসের সাফল্য ধরে রেখেছে এই ছবি। আর তাতেই মাত্র পাঁচদিনের বক্স অফিস কালেকশনে একশো কোটির ক্লাবে পৌঁছে যায় 'সূর্যবংশী'। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে আগেই একশো কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল।