মুম্বই: দীপাবলিতে সিনেমাহলে মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। আবার দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ এবং অজয় দেবগন। পরিচালক রোহিত শেট্টির এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তৈরি হয়েছিল বহুদিন আগে থেকেই। তাই করোনা পরিস্থিতিতে যখন ছবি মুক্তির ক্ষেত্রে একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম, তখনও এই ছবিটিকে ওটিটিতে মুক্তি দেননি ছবি নির্মাতা। তাঁদের লক্ষ্য ছিল সিনেমাহল। আর মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই জানা যায় চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে 'সূর্যবংশী'। বিগ বাজেট ছবি। মাল্টাস্টারারও। ফলে স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে নির্মাতাদের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু এই ছবির বক্স অফিস কালেকশন কি সেই প্রত্যাশা পূরণ করতে পারল? দ্বিতীয় দিনে কত টাকার ব্যবসা করল অক্ষয়-ক্যাটরিনা অভিনীত 'সূর্যবংশী'?
আরও পড়ুন - Anushka Shetty Birthday: প্রভাসের 'রাধেশ্যাম' ছবির নির্মাতাদের পরবর্তী ছবিতে অনুষ্কা শেট্টি, বিপরীতে কে?
উৎসবের মরশুম চলছে। চলতি বছর সপ্তাহের একেবারে শেষের দিকেই দিন পড়েছিল দীপাবলি থেকে ভাইফোঁটার। পাশাপাশি সেই সময়টাও ছবি মুক্তির ক্ষেত্রে আদর্শ। তাই দীপাবলির সময়টাকেই ছবি মুক্তির জন্য আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছিলেন 'সূর্যবংশী' ছবির নির্মাতারা। এবার সামনে এসেছে গত দু'দিনের বক্স অফিস রিপোর্ট। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সূর্যবংশী'র দু'দিনের বক্স অফিস রিপোর্ট প্রকাশ করেছেন। দীপাবলি এবং ভাইফোঁটা মিলিয়ে রোহিত শেট্টির মাল্টিস্টারার ছবির দু'দিনের বক্স অফিস কালেকশন দেখে বোঝা যাচ্ছে, সিনেমাহলে দর্শক ফিরছে।<
>
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। আর এর ফলে সিনেমাহলের ব্যবসাতেও প্রভাব পড়েছিল মারাত্মক। যদিও এখন সিনেমাহল চালু হয়েছে। কিন্তু করোনার সংক্রমণের আশঙ্কায় কত দর্শক হলে এসে ফের ছবি দেখবেন, তা নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছিল। তাই ছবি মুক্তির ক্ষেত্রে বহু পরিচালক-প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মকেই মাধ্যম হিসেবে বেছে নিচ্ছিলেন। তবে, 'সূর্যবংশী'-র বক্স অফিস কালেকশন আশা জাগিয়েছে তাঁদের মনে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন, দু'দিনে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে রোহিত শেট্টির মাল্টিস্টারার ছবি। আর উৎসবের মরশুমে সপ্তাহের শেষদিন রবিবার হওয়ায় তিনি আশা করছেন তৃতীয় দিনে আরও ২৫ কোটির ব্যবসা করতে পারে এই ছবি। তরণ আদর্শ জানাচ্ছেন, প্রথম দিন ২৬.২৯ কোটি এবং দ্বিতীয় দিনে ২৩.৮৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'সূর্যবংশী'। অর্থাৎ, দু'দিনে ৫০.১৪ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যেই হয়েছে। উৎসবের মরশুম থাকায় এবং রবিবারের কারণে তৃতীয় দিনের ব্যবসাও চোখে পড়ার মতো হতে পারে বলে মত তরণ আদর্শের।
<
>