কলকাতা: এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। মোট ১০০টি শূন্যপদে নিয়োগ শুরু করবে এই সরকারি সংস্থা। স্থায়ী ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এয়ারক্র্যাফ্ট টেকনিশিয়ান ও টেকনিশিয়ান পদে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সংস্থার মূল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 


আবেদন শুরু ও শেষের তারিখ - ৭ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে বিশদ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদনের আগে সেখান থেকে যোগ্যতা বিশদে পড়ে নিতে হবে। 


মোট শূন্যপদ - এয়ারক্র্যাফ্ট টেকনিশিয়ান পদে ৯০টি শূন্য়পদ রয়েছে।


টেকনিশিয়ান পদে ১০ টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ ১০০টি ।


শিক্ষাগত যোগ্যতা - এএমই-তে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। আইটিআই কনসার্নড ট্রেড, গ্র্যাজুয়েশনে সায়েন্স নিয়ে পড়ার পাশাপাশি ফিজিক্স বিষয়টি থাকা চাই। অথবা ইঞ্জিনিয়ারিং স্নাতক পাশ হতে হবে।


আবেদনের বয়স 



  • অসংরক্ষিত ও ইডব্লিউএস-দের জন্য ৩৫ বছর।

  • ওবিসিদের জন্য ৩৮ বছর।

  • এসসি ও এসটি-দের জন্য ৪০ বছর।


কীভাবে নির্বাচন প্রক্রিয়া 



  • আবেদনের ফর্মগুলি প্রথমে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড যাচাই করে দেখবে। 

  • এর পর সেখান থেকে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। 

  • তাদের ফোন নম্বর বা ইমেল মারফত ডেকে পাঠানো হবে।

  • এর পরের ধাপে ইন্টারভিউ দিতে হবে।

  • ইন্টারভিউয়ে নির্বাচিত প্রার্থীদের এআইইএসএল-এ যোগ দেওয়ার তারিখ দেওয়া হবে। তার পর নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে।


কতদিনের জন্য এই নিয়োগ 


স্থায়ী ভিত্তিতে প্রথমে পাঁচ বছরের জন্য এই নিয়োগ করা হবে। এই সময় প্রার্থীদের পারফরম্যান্স রিভিউ করা হবে। পরে সেইমতো নিয়োগের সময় আরও পাঁচ বছর বাড়ানো হবে।


আবেদনের খরচ  - ১০০০ টাকা (অসংরক্ষিত, ইডব্লিউএস, ওবিসি প্রার্থীদের জন্য)


বেতন - প্রাথমিকভাবে ২৮০০০ টাকা নিয়োগের সময় দেওয়া হবে।


কীভাবে আবেদন



  • আবেদন করার জন্য সংস্থার ওয়েবসাইটে কেরিয়ার অপশনে যেতে হবে। সেখানে ৭ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে।

  • ওই বিজ্ঞপ্তির নিচেই একটি গুগল ফর্ম লিঙ্ক রয়েছে। সেটি পূরণ করে দিতে হবে।

  • পূরণ হয়ে গেলে সাবমিট করে একটি প্রিন্ট আউট নিতে হবে।

  • আবেদনের খরচ ১০০০ টাকা এনইএফটি বা আরটিজিএস করে পাঠাতে হবে সংস্থাকে। বিজ্ঞপ্তিতে অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য় রয়েছে।


ডিসক্লেইমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন। শুভেচ্ছা।
আরও পড়ুন - 


Education Loan Information:

Calculate Education Loan EMI