কলকাতা: প্রকাশ পেল মণীশ ঘোষ (Manish Ghosh) পরিচালিত, বজরং আগরওয়াল (Bajrang Agarwal) ও রবিউল শেখ প্রযোজিত, 'চ্যানেল বি এন্টারটেইনমেন্ট' (Channel B Entertainment) নিবেদিত ছবি 'শুধু যাওয়া আসা' (Shudhu Jaaoya Asa) ছবির ট্রেলার (Trailer) ও গানের ভিডিও। ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও মনু মুখোপাধ্যায়কে (Manu Mukherjee)।
প্রকাশ্যে 'শুধু যাওয়া আসা'র ট্রেলার ও গানের ভিডিও
মুক্তি পেল 'শুধু যাওয়া আসা' ছবির ট্রেলার ও গানের ভিডিও। এই ছবির শুভ মুক্তি আগামী ২৪ মার্চ। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী সহ আরোও অনেকেই।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বর্গীয় দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভরত কল, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা সাহা, টেলিভিশন খ্যাত অভিনেতা সুমন দে এবং নবাগতা প্রিয়ঙ্কা। ছবির কাহিনিকার আরও এক কিংবদন্তি নাট্যকার, অভিনেতা মনোজ মিত্র।
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী এবং অন্বেষা দত্ত গুপ্ত। সকলের উপস্থিতিতে এদিন নন্দনে অনুষ্ঠিত হল এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান।
এই ছবির বিষয়ে মণীশ ঘোষ বলেন, 'আমাদের এই ছবি জীবনের প্রান্তে পৌঁছে যাওয়া এক বৃদ্ধ মানুষকে কেন্দ্র করে। এক বিশেষ কারণে তাঁকে তাঁর দীর্ঘ দিনের ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদিও তিনি কোথায় যাবেন তা জানেন না কিছুই। তাঁর নিজের বলতে ওই ভাড়া বাড়ির অন্যান্য ভাড়াটেরা। তাঁর সেই চলে যাওয়ার দিন নানা ঘটনার ঘনঘটা। তার মধ্যে আসলেই কি চলে যেতে হয় তাঁকে? সেই গল্পই বলবে এই ছবি।'
প্রযোজক বজরং আগরওয়াল অন্যদিকে বলেন, 'বেশ অনেকদিন আগেই শ্যুট করা হয় ছবির কিন্তু করোনা অতিমারী সহ নানান কারণে মণীশের এই ছবি মুক্তি পেতে পারেনি। তবে এবার অবশেষে বড় পর্দায় আসতে চলেছে 'শুধু যাওয়া আসা'। আশা করি দর্শকের কাছে কমেডির মোড়কে এক জীবনের পরিবেশনা করতে পারব আমরা। ছবির ট্রেলার, গান দর্শকের ইতিমধ্যেই খুব ভালো লেগেছে। এখন শুধু আশা করি ২৪ মার্চ থেকে দর্শকদের প্রভূত প্রশংসা পাবে এই ছবি।'