কলকাতা: সাদা ধুতি পাঞ্জাবিতে আরামকেদারায় বসে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। পাশে সাদা শাড়িতে হাসিমুখে বসে অর্পিতা চট্টোপাধ্যায়। কিংবদন্তির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। ভাগ করে নিয়েছেন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা। 


'বরুণবাবুর বন্ধু' (Borunbabur Bondhu) ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবির সেট থেকেই একটি ছবি ভাগ করে নেন অর্পিতা। লেখেন, 'কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করছি। তাঁর সঙ্গে এক ছবিতে অভিনয় করে আর মানুষটিকে ব্যক্তিগতভাবে জানতে পেরে আমি সম্মানিত। ওনার মত কেউ নেই। আমাদের সবার ওনাকে খুব মনে পড়ে।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অর্পিতা জুড়ে দেন 'বরুণবাবুর বন্ধু' ছবিটির নাম। এই ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। 


আরও পড়ুন: অস্কারের ইউটিউব চ্যানেলে 'জয় ভীম' ছবির দৃশ্য, গর্বিত দেশবাসী


অন্যদিকে আজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন বাংলার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ঠিক দুটো বাক্য। তাতেই প্রিয় 'সৌমিত্র কাকু'-র সঙ্গে সারলেন ছোট্ট কথোপকথন। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই বয়সের দুটি ছবি একসঙ্গে কোলাজ করে পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবেগঘন ক্যাপশনে লিখলেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।' (অপরিবর্তিত)। প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তি পায় তাঁদের জনপ্রিয় 'প্রাক্তন' ছবিটি।


২০২০ সালে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর নেগেটিভও হন। কিন্তু করোনার জেরে কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি। শেষ পর্যন্ত সমস্ত লড়াই থামিয়ে পাড়ি দেন পরলোকে।