আগের থেকে আরও ভাল আছেন,ক্রমশ সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2020 08:44 PM (IST)
ফিজিও থেরাপির পাশাপাশি মিউজিক থেরাপি চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের।হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতাকে রবীন্দ্রসঙ্গীত ও পছন্দের সিনেমার গান শোনানো হচ্ছে। মাঝেমধ্যে নিজের পছন্দের কথাও জানাচ্ছেন তিনি।
ঝিলম করঞ্জাই ও আবির দত্ত, কলকাতা: আগের থেকে আরও ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তিনি। চলছে মিউজিক থেরাপি ও ফিজিওথেরাপি।বেলভিউ হাসপাতাল সূত্রে খবর,অক্সিজেন সাপোর্ট ছাড়াই রাতে ভাল ঘুমিয়েছেন। সকালে চিকিত্সকদের সঙ্গে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা।শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। স্বাভাবিক রয়েছে রেচন প্রক্রিয়া। সক্রিয়তা বেড়েছে ফুসফুসের। ফিজিও থেরাপির পাশাপাশি মিউজিক থেরাপি চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের।হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতাকে রবীন্দ্রসঙ্গীত ও পছন্দের সিনেমার গান শোনানো হচ্ছে। মাঝেমধ্যে নিজের পছন্দের কথাও জানাচ্ছেন তিনি। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, কমেছে অভিনেতার মানসিক অস্থিরতা। ইইজি রিপোর্টও ভালো।