কলকাতা: তাঁর ছবি দেখে গুঞ্জন শুরু হয়েছিল। 'মিঠাই' ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)? রূপটান ঘরের দেওয়ালে লিখে রেখে গিয়েছিলেন, তিনি মিস করবেন এই ঘরকে? মুখ ঢেকেছিলেন হলুদ গোলাপে? সব মিলিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। কিন্তু আদৌ সত্যিটা অন্যরকম। জন্মদিন উপলক্ষ্যে 'মিঠাই'-এর শ্যুটিং থেকে ছোট্ট ছুটি নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী।
সৌমিতৃষার গন্তব্য বৃন্দাবন, আগ্রা, দিল্লি। এইবছর তাঁর জন্মদিন কেটেছে কেক, পার্টিতে নয়, বৃন্দাবনে। শ্যুটিং সেটে কেক কাটার বদলে নিজের মতো করেই বিশেষ দিনটা কাটিয়েছেন সৌমিতৃষা। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি অবশ্য শেয়ার করেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া থেকেও কি ছুটি নিয়েছেন অভিনেত্রী? নাকি মেতেছেন নিজেকে নিয়ে?
'মিঠাই' (Mithaai) ধারাবাহিকের সৌজন্যে সৌমিতৃষার অনুরাগীর সংখ্যা নেহাৎ কম নয়। তাঁর অভিনয়, মিষ্টি কথায় মুগ্ধ দর্শকেরা। শুধু দর্শকেরা নন, ইন্ডাস্ট্রিতে বন্ধুরাও রয়েছে সৌমিতৃষার। আজকের দিনে তাঁর সামাজিক মাধ্যমের দেওয়াল ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। বন্ধুরা থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় অভিনেত্রীকে।
আরও পড়ুন: New Bengali Film: শিশির কুমার ভাদুড়ির চরিত্রে নীল, দুই নারী পায়েল ও সুদীপ্তা
আগামীকাল বৃন্দাবন থেকে আগ্রা পাড়ি দেবেন অভিনেত্রী। ছুটি কাটিয়ে ফিরেই ফের ঢুকে পড়বেন শ্যুটিং ফ্লোরে। তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে অনেক গল্প। ধারাবাহিকে তাঁর জোড়া দায়িত্ব এখন। মিঠি ও মিঠাই দুই ভূমিকায় তাঁকে দেখেন দর্শক। দুই ভূমিকাতেই সমান প্রিয় সৌমিতৃষা।
তবে জন্মদিনের ছবি শেয়ার না করলেও বৃন্দাবন ভ্রমণের টুকরো একটা ভ্লগ শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি হালকা কমলা সালোয়ার কামিজে, খোলা চুলে হাসিমুখে বৃন্দাবনের মন্দিরে ঘুরছেন অভিনেত্রী। তাঁর গলায় ফুলের মালা।