তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছোটবেলা থেকেই ক্রিসমাসের দিনটা তাঁর কাছে ভীষণ স্পেশাল। এই দিনটায় বাবার কাছে বিশেষ আবদার থাকে... তবে এই বছরের ক্রিসমাস একটু বেশিই স্পেশাল তাঁর কাছে। যাঁকে ছোটবেলা থেকে 'হিরো' হিসেবে দেখে এসেছেন পর্দায়, ডায়েরিতে জমিয়ে রেখেছেন ছবি... সেই দেবের জন্মদিন উদযাপনে আজ আমন্ত্রিত তিনি নিজেই!
হবে নাই বা কেন... তিনি এখন দেবের ছবির নায়িকা যে। সদ্য মুক্তি পেয়েছে দেব (Dev), পরাণ বন্দ্য়োপাধ্যায় (Paran Banerjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), অভিনীত ছবি 'প্রধান'। আর সেই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন তিনি। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। আজ দেবের জন্মদিন, আর সেখানে আমন্ত্রণ রয়েছে সৌমিতৃষারও।
তখন পার্টিতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন সৌমিতৃষা। ফোনের ওপার থেকে শোনা গেল পর্দার 'রুমি'-র ঝলমলে গলা। সৌমিতৃষা বলছেন, 'এই তৈরি হচ্ছি দেবদার জন্মদিনের পার্টিতে যাব বলে। এবারের ক্রিসমাসটা আমার জন্য একটু বেশিই স্পেশাল। এত বছর যাঁর জন্মদিন কেবল ফেসবুকে দেখেছি, ছোটবেলায় যাঁর ছবি জমিয়েছি ডায়েরিতে.. তাঁর জন্মদিনের পার্টিতে সামিল থাকব! বিশ্বাসই হচ্ছে না যেন। প্রিয়া সিনেমায় কেক কাটা হবে দেবদার। সন্ধেবেলা সেখানেই পার্টি।'
ছবি মুক্তির সৌজন্যে কি এবার ক্রিসমাস দেবের সঙ্গেই কাটবে সৌমিতৃষার? অভিনেত্রী বলছেন, 'আমার পরিবারকে অবশ্যই সময় দেব। ওরা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সকাল থেকে কিন্তু আমি বাবা-মায়ের সঙ্গেই সময় কাটিয়েছি। বেলা করে ঘুম থেকে ওঠা, তারপরে বাড়ির সবার সঙ্গে বিরিয়ানি। রাতেও অবশ্য বাইরে খাওয়ার ইচ্ছা রয়েছে। যদি কোনও রেস্তোরাঁয় যাওয়া না হয়... তাহলে বাড়িতেই অর্ডার করে দেব। আর প্রত্যেক ক্রিসমাসে আবার বাবার কাছে একটা আবদার থাকে... কেক কিনতে যাওয়ার। বাড়ির কাছেই একটা দোকানে প্রচুর কেক পাওয়া যায়। প্রত্যেক বছর বাবার সঙ্গে সেই দোকান থেকে গিয়ে আমি পছন্দ মতো কেক কিনে আনি। ইচ্ছা আছে দেবদার জন্মদিন পার্টি থেকে ফিরে সেখানে যাব।'
২০২৩ তবে সৌমিতৃষার কাছে খুব লাকি বছর? অভিনেত্রী বলছেন, 'অবশ্যই। ছোটবেলায় যাঁর ছবি ডায়েরিতে রাখতাম, তার সঙ্গে ছবি করছি। এখন মনে হয়.. সেই ছোটবেলার আমিটা যদি বর্তমানের আমিকে দেখত, খুব খুশি হত। গর্ব করত।'
আরও পড়ুন: Gourav-Riddhima: পরিবারে এসেছে ছোট্ট সান্তা.. গৌরব-ঋদ্ধিমার ক্রিসমাস জমজমাট