কলকাতা: বিয়ের পরে বিভিন্ন কাজে মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি তাঁদের। বরং দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছিল। পাহাড়ের এক ঝটিকা সফরে। আর এবার, ছুটি পেয়েই সৌম্য মুখোপাধ্যায়ের সফরে বিদেশ সফরে বেরিয়ে পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করে নিয়েছেন বিদেশ ভ্রমণের টুকরো সব ছবি।


প্রথমে বিমানবন্দর থেকে নিজেদের পাসপোর্টের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন সন্দীপ্তা ও সৌম্য। এরপরেই, তাঁদের স্টেটাসে ভেসে ওঠে, আইফেল টাওয়ারের ছবি। অর্থাৎ ভালবাসার শহর প্যারিসে সময় কাটাচ্ছেন যুগলে। গতবছর, অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর পাশে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌম্য ও সন্দীপ্তা। বিয়ের অনুষ্ঠান নিয়মমাফিক পালন হলেও, এরপরে একাধিক কাজ ছিল সন্দীপ্তা ও সৌম্যর। সেই সমস্ত কাজ মিটতেই মধুচন্দ্রিমায় গিয়েছেন তাঁরা। 


সন্দীপ্তা অবশ্য ভীষণ ঘুরতে ভালবাসেন। তাঁর নাকি পায়ের তলায় সর্ষে। বিয়ের আগেও হামেশাই সোলো ট্রিপে যেতেন তিনি। তবে এখন তাঁর প্রিয় সফরসঙ্গী অবশ্যই সৌম্য। আর তাই, সৌম্যকে নিয়েই প্যারিস গিয়েছেন সন্দীপ্তা। অনুরাগীরা এখন রয়েছেন তাঁদের ছবি দেখার অপেক্ষায়। যদিও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের কোনও ছবি শেয়ার করে নেননি সৌম্য বা সন্দীপ্তা কেউই। 


বিয়ের দিন একটু আলাদা ধাঁচেই নিজেকে সাজাতে চেয়েছিলেন সন্দীপ্তা। আর সেই কারণেই তিনি বেছেছিলেন গোলাপি বেনাসরি। হালকা ন্যুড মেক আপের সঙ্গে সন্দীপ্তার সাজে অন্যরকম ছোঁয়া ছিল তাঁর পায়ের স্নিকার্সে। পাথর বসানো, হিল তোলা ভারি জুতো নয়, সন্দীপ্তা পরেছিলেন আরামদায়ক স্নিকার্স। নজর কেড়েছিল তাঁর গয়নাও। মাথার টায়রা থেকে শুরু করে নেকলেস.. সোনার সাবেকি গয়নাতেই সেজেছিলেন সন্দীপ্তা। তাঁর সেই সাজ প্রশংসিতও হয়েছিল। 


বিয়ের পরে পাহাড়ে একটি ঝটিকা সফরে গিয়েছিলেন সন্দীপ্তা ও সৌম্য। সেখান থেকেই শেয়ার করে নিয়েছিলেন বিভিন্ন ছবি। আর এবার, বিদেশে পাড়ি দিয়েছেন যুগলে। অনুরাগীরাও অপেক্ষায় তাঁদের মধুচন্দ্রিমার ছবির। সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা বেশ জনপ্রিয় যে....


অন্যদিকে, সন্দীপ্তার 'বোধন ২' ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে সদ্যই। আগামীতে আরও একাধিক কাজ রয়েছে তাঁর হাতে।


আরও পড়ুন: Kareena Kapoor: আলিয়ার পরে করিনা...১২ বছরের পুরনো বিয়ের গয়না পরেই অম্বানিদের অনুষ্ঠানে বেবো


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।