কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2023) আসতে বাকি নেই একমাসও। বাঙালির সবচেয়ে বড় উৎসব ঘিরে প্রস্তুতি চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। পুজোর এই কটা দিন কাজের সমস্ত ব্যস্ততা ভুলে পরিবার-পরিজনে-বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে মেতে উঠেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। এবছরের পুজোর কেমন ভাবে কাটাবেন তার প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করে দিয়েছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।


এবছরের পুজো সৌরভের কাছে একটু স্পেশাল। কারণ এই বছর নতুন কাজে হাত দিতে চলেছেন তিনি। আর সেখানে এমন একজন অভিনেতাকে দর্শক পাবেন, যাঁকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তবে অভিনেতার পরিচয় এখনই খোলসা করলেন না সৌরভ। এই ছবির শ্য়ুটিং চতুর্থীতে শেষ হবে বলে জানালেন অভিনেতা। (Durga Puja Celebration)


আরও পড়ুন...


অগ্নিযুগের স্মৃতি বুকে নিয়ে ধ্বংসস্তূপ রাজবাড়ি! এখনও নিষ্ঠাভরে হয় দুর্গাপুজো


আর তারপর? তারপর মা'কে নিয়ে কলকাতার বাইরে ছুটি কাটাতে যাবেন 'রাজনীতি'-র পরিচালক। পাশাপাশি সারাবছর ধরে টুকটাক কেনাটাকা করলেও পুজোর শপিং তাঁর কাছে অনেকটাই স্পেশাল বলে জানালেন অভিনেতা। কারণ শুধু কিনতে হবে বলেই কেনা নয়। পুজোর কেনাকাটার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ-নস্টালজিয়া। এবিপি লাইভকে (ABP Live) অভিনেতা জানালেন, নিজের জন্য় অল্পস্বল্প কেনাকাটা করলেও মায়ের সঙ্গে তাঁর শপিং-এ যাওয়া এখনও বাকি। আর সেটা নিয়ে বেশ এক্সাইটেড তিনি।


পুজোর মেজাজে বন্ধুরা থাকবে না তাও কি হয়? কর্মসূত্রে হয়তো অনেকেই এখন বাইরে। তবে 'শ্বেতকালী' অভিনেতা এবিপি লাইভকে জানালেন পুজোয় তিনি কলকাতায় থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গেই সময় কাটে। কারণ সব ব্যস্ততা সরিয়ে পুজোর কটা দিন আত্মীয়-বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতেই ভালবাসেন তিনি। তবে এবছর তাঁঁর প্ল্য়ান একটু হটকে। এই বছরের পুজোটা কলকাতার বাইরে মায়ের সঙ্গে একেবারে ফ্য়ামিলি টাইম কাটাতে চান তিনি।


কেমন ছিল ছোটবেলার পুজো?


নিজের ছোটবেলাটা বেলঘড়িয়া অঞ্চলে কাটিয়েছেন সৌরভ। আরও শত ব্য়স্ততার মধ্যে তাঁর সেইদিন গুলোর স্মৃতি ফিরে ফিরে আসে। অভিনেতা বলেন যে, তাঁর ছেলেবেলায় পুজোর প্রায় একমাস আগে থেকেই শুরু যেত পুজো পুজো ভাব। পড়াশোনার পাঠ চুকিয়ে সব বইখাতা তুলে রেখে বন্ধুদের সঙ্গে, মামাতো-পিসতুতো দাদাদের সঙ্গে কেবলই আনন্দে হৈ হৈ করে দিন কাটত সেইসময়। জীবন ছিল চিন্তামুক্ত, ফলে আনন্দে খামতি থাকত না কোনও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial