কলকাতা: সদ্য বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পরে, টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁরা। সেই ঝলক তাঁদের নতুন সংসারের। সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা বণিক (Darshana Banik)। কখনও ঘরোয়া পার্টি, কখনও বিয়েবাড়ি, কখনও আবার নিছক একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করে নেন তাঁরা। ইতিমধ্যেই, দর্শনার শেয়ার করা ছবি দেখে সৌরভ সোশ্যাল মিডিয়ায় 'সেরা স্বামী'-র তকমা পেয়েছেন। সৌরভ যে দর্শনার খেয়াল রাখেন, সেই ছবি ফের একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সৌরভ খোদ। তবে এক্কেবারে মজার ছলে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টলিউডের এই নায়িকা। প্রত্যেকটি ছবিই তোলা রাজস্থানে। কখনও কোনও কেল্লার ওপর থেকে, কখনও আবার বিশাল প্রাসাদের অন্দরে... হঠাৎ রাজস্থানে কী করছেন কোয়েল মল্লিক (Koel Mallick)? সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল বিনোদন দুনিয়ায় কোন কোন পোস্ট? দেখে নিন, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি... 


'ভগবান ঠিক কাজ করেননি..' দর্শনার ওপর বিরক্ত হয়ে মন্তব্য সৌরভের!


সদ্য বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পরে, টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁরা। সেই ঝলক তাঁদের নতুন সংসারের। সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা বণিক (Darshana Banik)। কখনও ঘরোয়া পার্টি, কখনও বিয়েবাড়ি, কখনও আবার নিছক একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করে নেন তাঁরা। ইতিমধ্যেই, দর্শনার শেয়ার করা ছবি দেখে সৌরভ সোশ্যাল মিডিয়ায় 'সেরা স্বামী'-র তকমা পেয়েছেন। সৌরভ যে দর্শনার খেয়াল রাখেন, সেই ছবি ফের একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সৌরভ খোদ। তবে এক্কেবারে মজার ছলে। সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, সাদা পোশাকে বসে রয়েছেন দর্শনা আর তাঁর মাথা টিপে দিচ্ছেন সৌরভ। সেখানে রিলের সংলাপের সঙ্গে ঠোঁট মিলিয়ে যেন সৌরভই বলছেন, 'লোকে বলে, জুটি ভগবান তৈরি করেন। তাহলে তো বলতে হয় ভগবানও ঠিকঠাক কাজ করছেন না।' আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌরভ প্রথমে দর্শনার মাথা টিপে দিচ্ছিলেন, তারপরে দর্শনা ইশারা করেন তাঁর ঘাড়ও টিপে দিতে। এতে সৌরভ ইয়ার্কি করে তাঁর গলা টিপে ধরেন। নিছক মজার এই রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সৌরভ। এই পোস্টে যেমন এসেছে মজার মন্তব্য, তেমনই এসেছে কটাক্ষও। অনেকে লিখেছেন, 'এসব প্রথম প্রথমই হয়'। অনেকে আবার লিখেছেন, 'দেখার বিষয় বিয়ে কতদিন টেঁকে'। তবে এসব মন্তব্যের কার্যত সময় নেই সৌরভ-দর্শনার। তাঁরা ডুবে একে অপরের প্রেমে-ভালবাসায়। 


 






জয়সলমীরের প্রাসাদে, অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন কোয়েল, 'যকের ধন' খুঁজছেন?


সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টলিউডের এই নায়িকা। প্রত্যেকটি ছবিই তোলা রাজস্থানে। কখনও কোনও কেল্লার ওপর থেকে, কখনও আবার বিশাল প্রাসাদের অন্দরে... হঠাৎ রাজস্থানে কী করছেন কোয়েল মল্লিক (Koel Mallick)? আপাতত, নিজের নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কোয়েল মল্লিক। কি সেই ছবি? 'যকের ধন' সিরিজের নতুন ছবির শ্যুটিং চলছে রাজস্থানের জয়সলমীরে।  সায়ন্তন ঘোষালের পরিচালনায়, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। কোয়েলের সঙ্গে এই ছবিতে রয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty)। নতুন এই ছবির নাম 'সোনার কেল্লায় যকের ধন'। এর আগে, 'যকের ধন' সিরিজের আগের ছবিগুলি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর তাই, নতুন এই ছবির পরিকল্পনা। সত্যজিৎ রায়ের গল্পের থেকে রসদ নিয়ে তৈরি হবে নতুন গল্প। সায়ন্তন আপাতত ব্যস্ত নতুন ছবির শ্যুটিংয়ে। আর সেই ছবির সেট থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন কোয়েল মল্লিক। আর সেই ছবিতে টলিউডের অন্যান্য নায়িকারা প্রশংসাই করেছেন। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) লিখেছেন, 'একজনকে তো ভীষণ সুন্দর লাগছে।' ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লিখেছেন, 'সুন্দরী কোয়েল'। নুসরত জাহান (Nusrat Jahan) লিখেছেন, 'ডিভা' (Diva)। কোয়েলের পোস্ট দেখে আন্দাজ করা যায়, জয়সলমীরে উপভোগ্য ঠাণ্ডা রয়েছে।


 






আরও পড়ুন: Top Entertainment Post: বাবা-মা হলেন দুর্নিবার-মোহর, বিক্রম-অঙ্গনাদের ছবির অভিনব প্রচার, নজরে বিনোদনের সারাদিন