কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুসারে, বৃষ রাশির জাতকদের চাকরিতে উন্নতির জন্য একটি পরিষ্কার ভাবমূর্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল, সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের প্রতি আস্থা বজায় রাখা উচিত।. সব রাশির মানুষের জন্য সোমবার কেমন যাবে? আসুন জেনে নিই আগামীকালের 12টি রাশির রাশিফল ​​(আগামীকাল রাশিফল)-


মেষ রাশি - আগামীকাল আপনার অফিসের কাজ নিয়ে প্রচুর উত্তেজনা ও উদ্দীপনা থাকবে। যা আপনাকে ভাল ফলাফল করতে সাহায্য করবে। লোকেদের ব্যবসা করার কথা বলছি। ব্যবসা নিয়ে সতর্ক হোন, কোনও কাগজপত্র না পড়ে সই করবেন না। ভুল কাগজে সই করলে বড় ক্ষতি হতে পারে। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ করবেন। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ত্বকের বাড়তি যত্ন নেওয়া উচিত।    


বৃষ রাশি - অফিসের নিয়ম-কানুন ভালভাবে বুঝতে পারলে ভাল হবে। নয়তো কাজে দেরি হলে চাকরিতে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নিজেদের হিসেব-নিকেশ নিয়ে একটু সতর্ক হন। আইনি বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। আইম সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখুন। পরিবারের সঙ্গে ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। 


মিথুন রাশি - অফিসের কাজের বিষয়ে সতর্ক হতে হবে। আগে থেকেই কাজের তালিকা তৈরি করে রাখুন। প্রয়োজনীয় কাজগুলি আগে থেকে শেষ করবেন। যদি স্ত্রীর সঙ্গে অংশীদারিত্ব ব্যবসা করেন তাহলে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার পক্ষে সহজ হবে। আলস্য ত্যাগ করতে হবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।


কর্কট রাশি - কাজের চাপের কারণে আপনার মেজাজ খারাপ হতে পারে। আপনার কাজ শেষ করতে আপনাকে আরও সময় ব্যয় করতে হবে। দুধ বা দুগ্ধজাত পণ্যের ব্যবসা যাঁরা করেন তাঁরা বেশি পণ্য জমিয়ে রাখবেন না, ব্যবসা নিয়ে সতর্ক হোন।  তরুণদের যাঁরা খেলাধুলো করেন তাঁরা সাফল্য পেতে পারেন। এদিন আপনার স্বাস্থ্য ভাল থাকবে।


সিংহ রাশি  - কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী সাফল্য না মেলায় কিছুটা হতাশ হতে পারেন। এমন পরিস্থিতিতে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি ফল পেতে পারেন। কাজ ও বিনোদনের মধ্যে ভারসাম্য রাখতে হবে। আত্মীয় ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতে পারেন। 


কন্যা রাশি- অফিসের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। সময়মতো বাড়ি ফিরতে হলে সময়মতো কাজ শেষ করতে হবে। ব্যবসায়ীরা নিজেদের কর্মীদের কাছ থেকে কাজের বিবরণ নিয়ে সব তথ্য জেনে রাখুন। গ্রাহক প্রতিক্রিয়ায় আপনার ব্যবসার উন্নতি হবে। কাজের কারণে পরিবারকে সময় দিতে না পারলে এদিন সময় দিন। হাত-পায়ের যত্ন নিন। খাবারের দিকেও খেয়াল রাখুন।  


তুলা রাশি - চাকরির জায়গায় কাজের চাপ বাড়তে পারে। সেই কারণে উদ্বিগ্ন হয়ে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। কিন্তু তেমন সিদ্ধান্ত নেবেন না, কারণ এই চাকরি আপনার জন্য ভাল। কিছু সময়ের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। রেস্তরাঁ বা খাবারের ডেলিভারির ব্যবসা যাঁরা করেন তাঁরা আরও বেশি করে সাফসুতরো রাখার দিকে খেয়াল রাখুন। এদিন ঘর পরিষ্কারের দায়িত্ব নিতে হবে।     


বৃশ্চিক রাশি- অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সবরকম সম্মান দেখাবেন। তাঁদের কথার দাম রাখবেন। তাঁরা যে কাজ বলবেন সেগুলি আগে করে দেবেন। ব্য়বসায় সম্পূর্ণ মনোযোগ দিন।  তাহলেই আপনার ব্যবসার উন্নতি ঘটবে। আর্থিক সুবিধাও মিলবে। সামরিক বিভাগে নিয়োগের জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁদের মনের মতো সুযোগ মিলতে পারে। বাড়িতে বৈদ্যুতিক তারের কাজ থাকলে তা সেরে ফেলুন।         


ধনু রাশি - দিনটি ভাল যাবে। প্রযুক্তি সম্পর্কিত কাজ যাঁরা করেন তাঁদের উন্নতির যোগ রয়েছে। অন্য সংস্থা থেকে চাকরির অফার পেতে পারেন। যাঁরা ব্যবসায় অভ্যন্তরীণ পরিবর্তন করতে চাইছেন তাঁরা তা করতে পারেন, এই সময়টা এই কাজের জন্য অনুকূল। প্রেমের সম্পর্কে থাকলে এদিন বাড়িতে বিয়ের কথা বলতে পারেন। সন্তানকে নিয়ে ভাল কোনও খবর পেতে পারেন।


মকর রাশি - সেলস সংক্রান্ত কাজে থাকলে লক্ষ্যপূরণ করতে পারেন। তার জন্য আর্থিক লাভও হতে পারে। যাঁরা পুনরায় ব্যবসা চালু করার জন্য তহবিল খুঁজছেন তাঁরা সেই চেষ্টায় সফল হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন। টানা ব্যস্ততার কারণে ক্লান্ত বোধ করতে পারেন। কাজের মাঝে বিশ্রাম নিন।  


কুম্ভ রাশি - চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে। যদিও সুস্থ প্রতিযোগিতায় কোনও সমস্যা নেই। ব্যবসায়ীরা এখনই নতুন কোনও চুক্তি করবেন না। মাথা ঠান্ডা করতে হবে। আপনার নতুন চিন্তা উন্নতির মাধ্যম হয়ে উঠতে পারে। পরিবারে বড় হলে আপনার ছোটভাইবোনের দিকে খেয়াল রাখবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।


মীন রাশি - কর্মক্ষেত্রে কিছু নিয়ে চিন্তিত থাকতে পারেন। খুব বেশি চিন্তা করবেন না। অমীমাংসিত কাজ শেষ হতে পারে। আপনার কর্মস্থলে আপনার ইচ্ছে অনুযায়ী সব হবে। বিনিয়োগ সম্পর্কিত পরিকল্পনা করতে চান। তাহলে দ্রুত এটা শুরু করুন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: কুণালের মুখে 'চড়াম চড়াম'! 'কুৎসা'র জবাব দেওয়ার হুঁশিয়ারি